ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কানাডার নেতৃত্বে হ্যান্সরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
কানাডার নেতৃত্বে হ্যান্সরা জিমি হ্যান্সরা

অটোয়া: ২০১৫ বিশ্বকাপ বাছাইপর্বে কানাডার নেতৃত্ব দিবেন জিমি হ্যান্সরা। গত সপ্তাহে আশিষ বাগাই অবসর নেওয়ার পর মঙ্গলবার তার স্থলাভিষিক্ত হলেন তিনি।

আগামী বছর ১৩ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে হবে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই।

২০১১ সালের বিশ্বকাপের শুরুতে বাগাইর দায়িত্ব পেয়েছিলেন হ্যান্সরা। কিন্তু ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পরের বছর ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব ছেড়ে দেন জন্মসূত্রে ভারতীয় এই অলরাউন্ডার। এ বছর আইসিসি আন্তঃমহাদেশীয় কাপের বেশ কয়েকটি ম্যাচেও কানাডার নেতৃত্ব দিয়েছেন তিনি।

কানাডার জার্সি গায়ে ২২ ওয়ানডে খেলা হ্যান্সরা ২৬.১৮ গড়ে করেছেন ৪১৯ রান। আটটি টি-টোয়েন্টিও খেলেছেন, ১৩.৬৬ গড়ে ৮২ রান ডানহাতি এই ব্যাটসম্যানের।

বর্তমানে মাঠে সময়টা ভালো যাচ্ছে না কানাডা ক্রিকেটারদের। ১৪ ম্যাচের মাত্র একটিতে জিতে শেষ দল হিসেবে বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপস শেষ করেছে। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও ১৬ দলের মধ্যে ১৪তম অবস্থানে থেকেছে তারা। গ্রুপ পর্বে ‍মাত্র দুটিতে জিতেছে দলটি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ২৪ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুনন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।