ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেব্রুয়ারিতে আইরিশ-ক্যারিবীয় লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৩
ফেব্রুয়ারিতে আইরিশ-ক্যারিবীয় লড়াই

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। আগামী ফেব্রুয়ারিতে জ্যামাইকার স্যাবিনা পার্কে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এমনটি জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।



দুদল একটিমাত্র একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলবে একই ভেন্যুতে। শুক্রবার ডাব্লিউআউসিবি’র ডিরেক্টর রিচার্ড পাইবাস বলেন,‘আসন্ন সিরিজে আমাদের দেশে খেলতে আসবে আইরিশরা। আমরা আনন্দের সঙ্গে তাদের স্বাগতম জানাই। ’

তিনি আরো বলেন,‘ইংল্যান্ডের আগমনে আগে যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য এটি ক্যারিবীয়দের জন্য বড় একটি সুযোগ হবে। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে ‍নামবে ছেলেরা। ’

আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ শেষ করে ক্যারিবীয়রা ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড ম্যাচ সূচি:

১৯ ফেব্রুয়ারি, ২০৪: প্রথম টি-টোয়েন্টি
২১ ফেব্রুয়ারি, ২০১৪: দ্বিতীয় টি-টোয়েন্টি
২৩ ফেব্রুয়ারি, ২০১৪: একমাত্র ওয়ানডে ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ম্যাচ সূচি:
২৫ ফেব্রুয়ারি, ২০১৪: ইংল্যান্ড ও ভাইস চ্যান্সেলর’স
২৮ ফেব্রুয়ারি, ২০১৪: প্রথম ওয়ানডে ম্যাচ
২ মার্চ, ২০১৪: দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
৫ মার্চ, ২০১৪: তৃতীয় ওয়ানডে ম্যাচ

৯ মার্চ, ২০১৪: প্রথম টি-টোয়েন্টি ম্যাচ
১১ মার্চ, ২০১৪: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ
১৩ মার্চ, ২০১৪: তৃতীয় ও শেষ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: নুরুজ্জামান ফারাবি ও ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।