ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুনদের সুযোগ দেখছেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৩
নতুনদের সুযোগ দেখছেন মুশফিক

ঢাকা: টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে অধিকাংশ ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে গড়া এ দলের কাছে হোয়াইটওয়াশ হলো আন্তর্জাতিক অভিজ্ঞতাপ্রাপ্ত জাতীয় দল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই সিরিজ নতুনদের জন্য দরজা খুলে দিল মনে করেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।



টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলে নতুনরা সুযোগ পাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘সেই লক্ষ্যেই এই চ্যালেঞ্জ কাপ। মুক্তার আলী, আরাফাত সানি ও রুম্মানসহ (সাব্বির রহমান) অনেক খেলোয়াড় আছে যারা ভালো করেছে। সামনে অনেক খেলা আছে সেখান আমরা তাদের পর্যবেক্ষণ করব। আশা করি বিশ্বকাপের পূর্বে আমরা ভালো একটি দল হতে পারব। ’

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আরও বেশি ম্যাচ খেলার প্রয়োজন মনে করেন মুশফিক,‘আমাদের মাঠে বিশ্বকাপ আর যেহেতু প্রথম রাউন্ডে আমাদের খেলতে হবে। সেক্ষেত্রে বেশি ম্যাচ খেলা আমাদের জন্য অনেক ভালো ব্যাপার। তাই আরো বেশি বেশি টুর্নামেন্ট দরকার। সেক্ষেত্রে নতুন খেলোয়াড়দের দেখার একটি সুযোগও থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।