ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বরেকর্ডের পাতায় বেইলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
বিশ্বরেকর্ডের পাতায় বেইলি

পার্থ: টেস্টে পথচলা কেবলমাত্র শুরু অস্ট্রেলিয়ার জর্জ বেইলির। এরই মধ্যে বিশ্ব রেকর্ডে ব্যাটিং লিজেন্ড ব্রায়ান লারার সঙ্গে ভাগ বসালেন এই ব্যাটসম্যান।

এক ওভারেই ২৮ রান করে নতুন করে রেকর্ড বইয়ে নাম লিখালেন ৩১ বছর বয়সী।

সোমবার চতুর্থ দিন পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অসিদের দ্বিতীয় ইনিংসের শেষ ওভারে জেমস এন্ডারসনকে তুলোধুনো করে লারার পাশে বসলেন বেইলি। দশ বছর আগে ওয়ান্ডারার্সে রবিন পিটারসনের ওভারে ঝড় তুলে এই রেকর্ড গড়েছিলেন ক্যারিবীয় ব্যাটিং গ্রেট।

টেস্টে ভালোভাবে জায়গা পোক্ত এখনও হয়নি। মাত্র তৃতীয় টেস্টেই এমন অর্জন এল তাসমানিয়ান এই ব্যাটসম্যানের।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক চেয়েছিলেন দলীয় সংগ্রহ ৫০০ হলেই ইনিংস ঘোষণা করবেন। ৮৭তম ওভারেই তার লক্ষ্য পূরণ করেন বেইলি। এন্ডারসনের ওভারে তার ব্যাটিং পারফরমেন্স ছিল ৪, ৬, ২, ৪, ৬, ৬।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: ফাহিম হোসেন মাজনুন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।