ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

৯১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
৯১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারীদল। ছবি : আইসিসি

মাত্র ৯১ রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

 

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ডি' গ্রুপের ম্যাচে আজ ২ উইকেটে জিতেছে অজি মেয়েরা। আগে ব্যাট করে ৯ উইকেটে ৯১ রান তুলতে পারে বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে ব্যটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুজন ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। সাতে নামা আফিয়া আসিমার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। ৩৪ বলে ২ চার ও ১ ছক্কায় এই রান করেন তিনি। আর ওপেনার সুমাইয়া আক্তার ১৩ বলে করেন ১৩ রান।  

রান তাড়ায় নেমে প্রথম ৩ ওভারেই ২৬ রান তুলে ফেলেন দুই অজি ওপেনার ক্যাট পেল ও ইনেস ম্যাকিওন। ১৪ রান করে ম্যাকিওন আউট হলে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে ওই ১ উইকেটেই ৫০ পেরিয়ে যায় তারা। এরপর আঘাত হানেন জান্নাতুল মাওয়া। তিনি বিদায় করেন পেলকে (১৮ বলে ১৬ রান)।  

৫০ থেকে ৬৭- এই ১৭ রানের মধ্যে ৫ উইকেট উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে পথে রাখেন এলা ব্রিসকো। সাতে নামা এই ব্যাটার বিদায় নিলে ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ৪ রান ছিল বাংলাদেশের ঝুলিতে। যা শেষ পর্যন্ত যথেষ্ট প্রমাণিত হয়নি। বল হাতে মাওয়া ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেট হারিয়েছেন বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের তৃতীয় শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।