ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৫৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় ৪০ বল হাতে রেখেই।

মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। যদিও পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৮.২ ওভারে গুটিয়ে যায় ৫২ রানেই। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার সানা পারভীনের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল সীমানা কেসি (১০)।

 ৪ ওভারে ১১ রান খরচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। একটি করে উইকেট শিকার নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া ও আনিসা আক্তার সোভার।

তাড়া করতে নেমে ১১  রানে ৩ উইকেট হারিয়ে ফেলায় কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে ২১ রানের জুটি গড়ে স্বস্তি এনে দেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার। কেউই অবশ্য শেষ পর্যন্ত থাকতে পারেননি। ২৪ বলে ১ চারে সর্বোচ্চ ১৬ রান করেন সাদিয়া ইসলাম। ২৪ বলে ১২ রানে আউট হন সুমাইয়া।

এরপর আফিয়া আশিমা ইরাকে (৯) সঙ্গে নিয়ে বাকিটা পথ পাড়ি দেন জান্নাতুল মাওয়া। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ৫ রান করায় ম্যাচসেরার পুরস্কার পান তিনি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে আগামী ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ্ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।