ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফাইনালে খেলেছিল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের আগেও প্রস্তুতি সারলো ভালোভাবে।

সুপার ওভারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারীদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে তারা।  

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ডের মেয়েরা। পরে ওই রান তাড়া করতে নেমে সব উইকেট হারালেও ২০ ওভার খেলে ঠিকই ১১৩ রান করে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এরপর সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান করে ইংলিশরা। কোন উইকেট না হারিয়ে ৬ বলে বাংলাদেশ করে ১১ রান।

শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের হয়ে ২৪ বলে ২৮ রান করেন প্রিশা থানওয়ালা। ১৯ বলে ২৩ রান আসে টিল্লে কোর্টেন কোলম্যান। বাংলাদেশের হয়ে তিন উইকেট পান আনিশা আক্তার সোবা, ২ উইকেট নেন ফাহমিদা ছোঁয়া।

রান তাড়ায় নেমে উইকেটরক্ষক জুয়াইরিয়া ফেরদৌস ১৭ বলে ২০ রান করেন। এছাড়া সাদিয়া আক্তারের ব্যাটে ১৬ বলে আসে ২০ রান। বাংলাদেশের শেষ ব্যাটার নিশিতা আক্তার নিশি ইনিংসের শেষ বলে ১১৩ রানে থাকা অবস্থায় আউট হন।

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ৩ বলে ৮ রান করেন সাদিয়া আক্তার, ৩ বলে ৩ রান করেন জুরাইয়া ফেরদৌস।  বাংলাদেশের হয়ে সুপার ওভারে বল করেন হাবিবা ইসলাম পিংকি। ৯ রান দিয়ে তিনি তুলে নেন ডেভিনা পেরিনের উইকেট।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।