ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরির চিন্তা নিয়ে খেলেন না তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
সেঞ্চুরির চিন্তা নিয়ে খেলেন না তামিম ছবি: সংগৃহীত

সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে এখন নিয়মিত মুখ তানজিদ হাসান তামিম। বিপিএলে শুরুটা ভালো না করতে পারলেও দুর্বার রাজশাহীর বিপক্ষে সবশেষ ম্যাচে পেয়েছেন সেঞ্চুরির দেখা।

লিটন দাসের সঙ্গে গড়েছেন রেকর্ড জুটি।  

এবার চট্টগ্রামে রয়েছে ঢাকা ক্যাপিটালস। বৃহস্পতিবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ তাদের। বুধবার অনুশীলনের পর আগের ম্যাচের সেঞ্চুরি নিয়ে কথা বলেন তানজিদ। তিনি জানান, পাওয়ার প্লে কাজে লাগানোর ভাবনা ছিল তার।  

তানজিদ বলেন, ‘ব্যাটিংয়ে নতুনত্ব বলতে আসলে কিছু নেই। আগের কয়েকটা ইনিংসে আমি ভালো শুরু করেও ক্যারি করতে পারিনি। তারপর রিয়েলাইজ করতে পেরেছি যে, আমি যদি পাওয়ার প্লেটা ভালো ব্যবহার করতে পারি ও এরপর নিজেকে কিছুটা সময় দেই তাহলে মনে হয় আমার জন্য ভালো। এটাই সবশেষ ম্যাচে চেষ্টা করেছি, সফল হয়েছি। চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলোও একই পরিকল্পনায় খেলার। ’

বিপিএলে তানজিদ সেঞ্চুরি হাঁকিয়েছেন। গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেঞ্চুরি হাঁকান খুলনা টাইগার্সের বিপক্ষে। ওই সেঞ্চুরিটি ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এবারও কি আরেকটু সেঞ্চুরি হবে?

উত্তরে তানজিদ বলেন, ‘আমি আসলে কখনও এরকম চিন্তা করি না যে, সামনে কয়টা (সেঞ্চুরি) করব, না করব। সবসময় চেষ্টা থাকে সেরাটা দিয়ে দলে অবদান রাখতে। একই পরিকল্পনা থাকবে। যদি হয়ে যায়... কপাল (হাসি)। ’

এবারের বিপিএলের শুরুটা একদমই ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। প্রথম ছয় ম্যাচেই হারে তারা। তবে লিটন ও তানজিদের রেকর্ড জুটিতে ভর করে রাজশাহীর বিপক্ষে বড় জয় পায় ঢাকা।  

এ নিয়ে তানজিদ বলেন, ‘এর আগে আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন ভালো বোলিং করতে পারিনি। আবার উল্টোটাও হয়েছে। আমরা পরিকল্পনাটা কাজে লাগাতে পারছিলাম না। সবশেষ ম্যাচ দেখবেন আমরা ব্যাটিং, বোলিং দুটোই অনেক ভালো করেছি। পরিকল্পনা খুব ভালো বাস্তবায়ন করেছি। আমরা যদি একই পরিকল্পনা মাঠে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।