ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে কত টাকা আয় করবেন নাহিদ, লিটন ও রিশাদ?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
পিএসএলে কত টাকা আয় করবেন নাহিদ, লিটন ও রিশাদ?

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। গতকাল প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের দলে ভেড়ায় তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি।

নাহিদকে পেশোয়ার জালমি, লিটনকে করাচি কিংস এবং রিশাদকে দলে টেনেছে লাহোর কালান্দার্স।

ড্রাফটে বাংলাদেশ থেকে নাম দেন ৩৯ জন ক্রিকেটার। সেখান থেকে মাত্র ৩ জনাই পান দল। সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে নাম লেখানো সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের প্রতি দেখায়নি কেউ আগ্রহ।  

জায়গা পাওয়া তিন জনের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন নাহিদ রানা। তাকে ড্রাফটের গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের দিতে হয় ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা।

অপরদিকে লিটন দাসকে সিলভার ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় করাচি কিংস। এই ক্যাটাগরিতে ২৫ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়া হয়। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা আয় করবেন লিটন। একই পরিমাণ আয় করবেন লাহোর কালন্দার্সে জায়গা পাওয়া বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন।  

পিএসএলের দশম আসরের পর্দা উঠবে আগামী এপ্রিল মাসের ৮ তারিখ। মে মাসের ২৯ তারিখ করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে আসরটির।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।