ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটন করাচিতে, রিশাদ লাহোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
লিটন করাচিতে, রিশাদ লাহোরে

পাকিস্তানের সুপার লিগে নাহিদ রানার পর দল পেয়েছেন লিটন দাস ও রিশাদ হোসেনও। লিটনকে দলে নিয়েছে করাচি কিংস।

নিলামে ‘সিলভার’ ক্যাটাগরিতে ছিলেন ৩০ বছর বয়সী ব্যাটার। রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স।

লিটনের মতো রিশাদও সিলভার ক্যাটাগরিতে ছিলেন। তবে লিটন-নাহিদ-রিশাদ দল পেলেও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।  

টুর্নামেন্টের সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনামে’ থাকা এ দুজনের সঙ্গে নিলামে অবিক্রিত থেকেছেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরা।

এর আগে নাহিদ রানাকে নিয়েছেন পেশোয়ার জালমি।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।