ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

কামিন্স-হ্যাজেলউডকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
কামিন্স-হ্যাজেলউডকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড/সংগৃহীত ছবি

প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দুজনকেই রাখা হয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক স্কোয়াডে।

 

অজি অধিনায়ক কামিন্স এখন পিতৃত্বকালীন ছুটিতে আছেন। যে কারণে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি তাকে। তবে তার ইস্যু আছে আরও একটি। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রায় পুরোটা সময় গোড়ালির সমস্যায় ভুগতে হয়েছে তাকে। শিগগিরই তার গোড়ালিতে স্ক্যান করানো হবে। অন্যদিকে হ্যাজেলউড ভুগছেন পায়ের পেশীর চোটে। এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। এই চোটের কারণে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি এই পেসার।  

কামিন্স ও হ্যাজেলউড ছাড়াও অস্ট্রেলিয়া দলে পেস আক্রমণ সাজানো হয়েছে ন্যাথান এলিস ও মিচেল স্টার্ককে নিয়ে। দলে একমাত্র স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন অ্যারন হার্ডি এবং ম্যাথু শর্ট। আর গত সেপ্টেম্বরে ওয়ানডে দলে ফেরা অ্যালেক্স ক্যারি জায়গা ধরে রেখেছেন। ক্যারিকে বিকল্প উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। কারণ পেশীর চোট থেকে এখনো পুরোপুরি মুক্ত হননি জশ ইংলিস।  

অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অস্ট্রেলিয়া দলে আরও কিছু পরিবর্তন এসেছে। ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। চোটে বাদ ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন এবং শন অ্যাবট বাদ পড়েছেন অফ-ফর্মের কারণে।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার আগে এ মাসেই শ্রীলঙ্কা সফরে একটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির 'গ্রুপ বি'-এ আছে অজিরা। গ্রুপ পর্বে তারা খেলবে ইংল্যান্ড (২২ ফেব্রুয়ারি), দক্ষিণ আফ্রিকা (২৫ ফেব্রুয়ারি) ও আফগানিস্তানের (২৮ ফেব্রুয়ারি) বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।