ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ইব্রাহীম-গজনফর, নেই মুজিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে ইব্রাহীম-গজনফর, নেই মুজিব

গোড়ালির চোটে ২০২৪ সালের জুন থেকে জাতীয় দলের বাইরে ইব্রাহীম জাদরান। তবে এখন পুরোপুরি সুস্থ তিনি।

এবার তিনি আফগানিস্তানের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও জায়গা পেয়েছেন। দলে ডাক পেয়েছেন নতুন মুখ গজনফরও। তবে নেই তারকা স্পিনার মুজিব উর রহমান।

আজ আনুষ্ঠানিকভাবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত দলের নেতৃত্ব থাকছে হাশমতুল্লাহ শহিদির হাতে। তার ডেপুটি হিসেবে থাকছেন রহমত শাহ।

দলের সবচেয়ে বড় চমক গজনফর। জাতীয় দলের জার্সিতে এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্টে খেলার জন্য ডাক পেয়েছেন এই রহস্যময় স্পিনার। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চমক দেখানো হার্ডহিটার ব্যাটার সেদিকুল্লাহ আতালও আছেন ১৫ সদস্যের স্কোয়াডে।  

গজনফরকে নেওয়ায় বাদ দিতে হয়েছে মুজিব উর রহমানকে। চিকিৎসকের পরামর্শে তাকে দলের বাইরে রাখতে হচ্ছে। ইনজুরি কাটিয়ে ফেরা মুজিবকে আপাতত টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি।  

আফগানিস্তানের স্কোয়াডে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা ১০ খেলোয়াড় ডাক পেয়েছেন। আর সেই দলে থাকা মুজিব ছাড়াও বাদ পড়েছেন নাভিন-উল-হক, রিয়াজ হাসান, আবদুল রহমান, নজিবুল্লাহ জাদরান। আর রিজার্ভ হিসেবে যাচ্ছেন দারউইস রাসুলি, নানগয়াল খারোতি এবং বিলাল সামি।  

আফগানিস্তান আগামী চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ 'বি'-তে আছে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২১ ফেব্রুয়ারি করাচিতে তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর লাহোরে ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে আফগানরা।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, এএম গজানফর, নুর আহমেদ , ফজলহক ফারুকী, নাভিদ জাদরান এবং ফরিদ আহমদ মালিক।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।