ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটন-তামিমের সেঞ্চুরি, রেকর্ড জুটি, দলীয় সর্বোচ্চ রান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
লিটন-তামিমের সেঞ্চুরি, রেকর্ড জুটি, দলীয় সর্বোচ্চ রান লিটন ও তামিম/সংগৃহীত ছবি

সেঞ্চুরি পূর্ণ হতেই নন স্ট্রাইক প্রান্তে লাফিয়ে উঠেন তানজিদ হাসান তামিম। গিয়ে তিনি জড়িয়ে ধরেন লিটন দাসকে।

তিনি শুরুতে ব্যাট উঁচিয়ে ধরেন। এরপর তাকান আকাশের দিকেও। দুপুরেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন, রাতে সেঞ্চুরি ও তানজিদ হাসান তামিমকে নিয়ে রেকর্ড গড়ে জানান দিয়েছেন সামর্থ্যের।  

রোববার বিপিএলের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে ব্যাট করতে নেমে লিটন ও তানজিদ হাসান তামিমের রেকর্ড জুটিতে ১ উইকেট হারিয়ে রাজশাহীর সামনে ২৫৫ রানের পর্বতসম লক্ষ্য দিয়েছে ঢাকা।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা দেখেশুনেই করেন ঢাকার দুই ওপেনার। প্রথম চার ওভারে তারা নেন ২২ রান। আক্রমণের শুরুটা হয় পঞ্চম ওভার থেকে। সানজামুলের ওই ওভারের প্রথম চার বলই বাউন্ডারি হাঁকান তানজিদ, ওই ওভারে আসে ২১ রান।  

মেহরব হোসেনের করা পরের ওভারে ১৬ রান নেন লিটন দাস। পাওয়ার প্লের ছয় ওভারে ৫৯ রান আসে। ১০ ওভারে ঢাকার রান হয় ১১৫। এর মধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে যায় তানজিদ ও লিটন দুজনেরই।  

১৬তম ওভারে শফিউল ইসলামের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। স্রেফ ৪৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। তখন তার জন্য অভিবাদন ও উচ্ছ্বাস প্রকাশ করেন তানজিদ। তিনিও পরে সেঞ্চুরি করেছেন।  ইনিংসে শেষ ওভারের প্রথম বলে শফিউলকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ হয় তার। পরের বলেও তিনি ছক্কা হাঁকান। ইনিংস শেষের তিন বল বাকি থাকতেই শফিউলকে তুলে মারতে গিয়ে সোহাগ গাজীর হাতে তানজিদ ক্যাচ দিলে রেকর্ড জুটির অবসান ঘটে।  

ততক্ষণে ১১৮ বলে ২৪১ রানের জুটি গড়ে ফেলেছেন লিটন ও তানজিদ। বিপিএলে সর্বোচ্চ রানের জুটির আট বছর আগের রেকর্ড ভেঙে দেন তারা ২০১৭ সালে দ্বিতীয় উইকেট জুটিতে ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ২০১ রানের জুটি গড়েন। সেটিই ছিল এতদিন সর্বোচ্চ। এবার তা ছাড়িয়ে গেলেন লিটন ও তানজিদ।  

লিটন শেষ পর্যন্ত ১০ চার ও ৯ ছক্কার ইনিংসে ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন। ২ বলে সাব্বিরের ৭ রানের ইনিংসে যোগ করে ঢাকা পায় ২৫৪ রানের সংগ্রহ। বিপিএলে কোনো দলের এটিই সর্বোচ্চ সংগ্রহ। ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছিল রংপুর, সেটিই এতদিন ছিল সর্বোচ্চ। আর লিটন নিজে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।