ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চকর ম্যাচে খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
রোমাঞ্চকর ম্যাচে খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় সিলেটের সিলেট স্ট্রাইকার্সের উদযাপন/সংগৃহীত ছবি

পাওয়ার প্লেতে সুবিধা করতে পারলো না সিলেট স্ট্রাইকার্স। তবে তাদের ওই ঘাটতি পূরণ করলো জাকির হাসান ও রনি তালুকদারের জুটি।

তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ভালো সংগ্রহ দাঁড় করায় সিলেট। ওই রান তাড়ায় নেমে টপ অর্ডারদের ব্যর্থতার পর শেষদিকে রোমাঞ্চ ছড়ালেও জয় পাওয়া হয়নি খুলনা টাইগার্স।

রোববার বিপিএলের ম্যাচে খুলনাকে ৮ রানে হারিয়েছে সিলেট। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে সিলেট। পরে ওই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি খুলনা।  

শুরুতে ব্যাট করতে নেমে দ্রুতই দুই উইকেট হারিয়ে ফেলে সিলেট। তৃতীয় ওভারে আউট হওয়া রাকিম কর্নওয়েল ৫ বলে ৪ রান করে বোল্ড হন আবু হায়দার রনির বলে। তিনে নামা জর্জ মানজি ৭ বলে ২ রান করে শিকার হন নাসুম আহমেদের।  

পাওয়ার প্লেটাও একদমই ভালো কাটেনি সিলেটের। ছয় ওভারে ২১ রানের বেশি নিতে পারেনি তারা। কিন্তু দারুণ এক জুটিতে দলকে এগিয়ে নেন রনি তালুকদার ও জাকির হাসান। দুজনেই তোলেন হাফ সেঞ্চুরি।  

৬২ বলে তাদের ১০৬ রানের জুটি ভাঙেন আবু হায়দার রনি। ৪৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন তিনি। মাঝে এসে ৬ বলে ২০ রানের ইনিংস খেলে যান অ্যরন জোন্স। আরিফুল হককে নিয়ে শেষটা করেন জাকির হাসান। ৩ চার ও ৬ ছক্কার ইনিংসে ৪৬ বলে ৭৫ রান করেন জাকির, ১৩ বলে ২১ রান আসে আরিফুল হকের ব্যাটে।  

রান তাড়ায় নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৪৭ রান করতেই তিন উইকেট হারিয়ে ফেলে খুলনা। ৯ বলে ১১ রান করে মোহাম্মদ নাঈম শেখ নাহিদুল, ৩ বলে ২ রান করে ইমরুল কায়েস তানজিম হাসান সাকিব ও ৮ বলে ১৫ রান করে দারউইশ রাসুলী আউট হন রিচ টপলের বলে।  

ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি খুলনা। তাদের হয়ে ৪০ বলে ৫ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার উইলিয়াম বসিস্তো। ১৮ বলে ৩৩ রান আসে মোহাম্মদ নাওয়াজের ব্যাটে। শেষদিকে অবশ্য ম্যাচ বেশ জমিয়ে তোলেন মাহদিুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি।  

তানজিম হাসান সাকিবের ১৯তম ওভারে ১৫ রান নেন তারা। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১৯ রানের। রুয়েল মিয়ার প্রথম তিন বলের দুটিতে বাউন্ডারি হাঁকান আবু হায়দার রনি। কিন্তু চতুর্থ বলে বাউন্ডারিতে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন তিনি। পরের বলে মাহিদুল অঙ্কন হয়ে যান রান আউট। সিলেটের হয়ে দুই উইকেট করে নেন তানজিম সাকিব, রিচ টপলে ও রুয়েল মিয়া।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।