ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

নিশ্চয়তা পেয়ে সফল ইয়াসির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
নিশ্চয়তা পেয়ে সফল ইয়াসির ইয়াসির আলী রাব্বি/সংগৃহীত ছবি

একসময় জাতীয় দলে নিয়মিত ছিলেন ইয়াসির আলী রাব্বি। একাদশে সুযোগ না পেলেও স্কোয়াডে জায়গা হতো তার।

এরপর জাতীয় দল থেকে বাদ পড়েন। খারাপ পারফরম্যান্সে ঘরোয়া ক্রিকেটেও হয়ে পড়েন অনিয়মিত।  

গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেন তিনি। চোট ও খারাপ পারফরম্যান্সে ভর করে তিনি খেলেন কেবল ৫ ম্যাচ। এর মধ্যে চার ইনিংস ব্যাট করে করেন ৫৮ রান। এরপর দৃশ্যপটের অনেকটা বাইরেই ছিলেন ইয়াসির। সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ফেরার বার্তা দেন।  

ওই টুর্নামেন্টে ৮ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ করেন ১৮৭ রান। এবার বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে দুর্দান্ত করছেন ইয়াসির। ৫ ম্যাচে ২১০ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২৫ বলে ৪১ রানের ইনিংসে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।  

এরপর ইয়াসিরকে নিয়ে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘সত্যি যদি বলি, বিপিএলের শুরুতেই যখন আমরা কথোপকথন করছিলাম; যারা মোটামুটি আমরা জানি নিয়মিত ম্যাচ খেলবো। সেখানে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। অনেক দলে থাকে যে অনেক সময় সে জানে না খেলবে কি না প্রতিটা ম্যাচ। পরিকল্পনা করতে কঠিন হয়ে যায়। ’
  
‘ইয়াসির জানে, তাসকিন জানে, আমি জানি বা জিসান বা যারা আসছে বা খেলছে নিয়মিত; তারা জানে যে তারা নিয়মিত খেলবে এবং সুযোগ পাবে। তখন ওদের জন্য একটা পরিকল্পনা করা সহজ হয়ে যায়। আমি মনে করি ওদের সঙ্গে যখন কথা বলেছি অনুশীলনে, তখনই আমাদের কী করণীয়, কী কী করতে হবে পুরো টুর্নামেন্টে, কতটুকু সুযোগ আছে, কী পরিকল্পনায় আমরা নামবো; সেগুলো মোটামুটি একটা কথোপকথন হয়েছে। ’ 

‘ওইটার পরিপ্রেক্ষিতে ও যখন পারফর্ম করছে, ওর সঙ্গে কথা হচ্ছে। ওই পরিকল্পনাতেই আছে। আমার মনে হয় যে ওর বিপিএলে সবচেয়ে টপ টুর্নামেন্টের মধ্যে এই বছরটা যাচ্ছে। আমার মনে হয় এটা চালিয়ে যেতে পারবে ওর যে পরিকল্পনা আছে। আর আশা করি যে ওর কাছ থেকে আরও কিছু ইনিংস পাবো। ’ 

জাতীয় দলে নিয়মিত থেকে ঘরোয়া লিগেও সুযোগ না পাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই বড় ধাক্কা। মানসিকভাবে এটি সামলে উঠাও কঠিন হওয়ার কথা। ইয়াসির এখন কী চিন্তা করছেন? জানতে চাওয়া হয়েছিল বিজয়ের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘আসলে ভালো। খুব ইতিবাচক মানসিকতায় আছে। খুব ইতিবাচক ছেলে। অবশ্যই আমাদের সঙ্গে কথা হয়, একসঙ্গে আমরা আছি এবং কথা বলছি কীভাবে আরও উন্নতি করা যায়, দলকে কীভাবে মোটিভ করা যায়। আমার ওপরে, ইয়াসিরের ওপরে একটা দায়িত্ব আছে। যেটা ও খুব ভালো মতো কাজে লাগাচ্ছে। ’ 

‘ও পারফর্ম করে, সবসময় ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে। বিপিএল একটা আলাদা মঞ্চ, যেখানে আসলে অনেক বেশি হাইলাইট হওয়ার সুযোগ থাকে। আশা করি ও চালিয়ে যাবে আর মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।