ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় পেল রাজশাহী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
খুলনাকে হারিয়ে দ্বিতীয় জয় পেল রাজশাহী

টপ অর্ডাররা খুব বেশি রান করতে পারেননি। তবে মিডল অর্ডাররা তোলেন ঝড়।

রায়ান বার্ল-ইয়াসির আলির দুর্দান্ত জুটির পর শেষটা করেন আকবর আলি। রাজশাহীও পায় ভালো সংগ্রহ। রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে থাকা খুলনা পাল্লা দিয়ে উঠতে পারেনি।  

সিলেটে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রাজশাহী। পরে ওই রান তাড়ায় নেমে সব উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি খুলনা। চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেল রাজশাহী। তিন ম্যাচ কেলে এটি প্রথম হার খুলনার।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটি পায় দুর্বার রাজশাহী। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে নাসুম আহমেদের বল বোল্ড হয়ে যান ২০ বলে ২৭ রান করা মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিসান আলমও ২২ বলে ২৩ রানের বেশি করতে পারেননি।  

২৩ রানের ব্যবধানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে রাজশাহী। ৮ বলে ৭ রান করে নাসুমের বলে এনামুল হক বিজয় ও ৫ বলে ৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে যান এসএম মেহরব। তবে রাজশাহীর পরের ব্যাটাররা দারুণ করেন।  

৬৭ রানের চার উইকেট হারানোর পর দলটির হাল ধরেন রায়ান বার্ল ও ইয়াসির আলি। ৫১ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তারা। ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করে আবু হায়দার রনির বলে বোল্ড হয়ে যান ইয়াসির।  

শেষ অবধি অপরাজিত থাকা বার্ল ৭ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৪৮ রান করেন। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রান করেন আকবর আলি। ৩ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাসুম আহমেদ।  

রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা টাইগার্স। ইনিংসের পঞ্চম বলে ৬ রান করে আউট হন উইলিয়াম বসিস্তো, উইকেট পান জিসান আলম। ৭ বলে ১ রান করে তাসকিন আহমেদের শিকার হন মেহেদী হাসান মিরাজ।  

এরপর চাপ সামলে উঠার চেষ্টা করেন আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। তাদের ৪১ বলে ৩৩ রানের জুটি সোহাগ গাজী। ২৮ বলে ২৪ রান করে তার বলে ক্যাচ দেন নাইম শেখ। আফিফকেও ফেরেন একই বোলারের ক্যাচ দিয়ে। ৩০ বলে ৩৩ রান করে আউট হন আফিফ।  

এমন জুটির বাকি ব্যাটারদের সামনে চালিয়ে খেলা ছাড়া বিকল্প ছিল না। যদিও সেটিও লম্বা সময় ধরে করতে পারেননি কেউ। ৭ বলে ইমরুল কায়েস ১৭ ও ১৫ বলে নাসুম আহমেদ করেন ১৮ রান। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট পান রায়ান বার্ল ও সোহাগ গাজী।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।