ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরকে আশেপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
সাব্বিরকে আশেপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না! সংবাদ সম্মেলনে কথা বলছেন সাব্বির রহমান/সংগৃহীত ছবি

শৃঙ্খলাভঙ্গের কারণে দলে জায়গা হারিয়েছিলেন সাব্বির রহমান। এমনকি পুরো বিষয়টি প্রকাশ করে দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ।

তবে আসরে দ্বিতীয়বার মাঠে নামার সুযোগ পেয়ে ঝোড়ো ব্যাটিংয়ে জবাবটা ভালোই দিয়েছেন সাব্বির। এবার জবাব দিলেন মুখেও।

গতকাল ঢাকার জার্সিতে দারুণ এক ইনিংস খেলার পর সংবাদ সম্মেললে এসে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাব্বির। তার দাবি, আশেপাশের কিছু মানুষ তাকে ভালো হতে হতে দিচ্ছে না! তার অনুযোগ, দলের ভেতরের ব্যাপার বাইরে খোলাসা করা উচিত হয়নি। এর মাধ্যমে মূলত খালেদ মাহমুদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন সাব্বির।

গত বিপিএলে দল না পাওয়া সাব্বিরকে এবার দলে নেয় ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। কিন্তু দল পেলেও প্রথম তিন ম্যাচেই তাকে খেলানো হয়নি। যদিও হারের বৃত্তেই আটকে ছিল ঢাকা। এর কারণ খোলাসা করেন খালেদ মাহমুদ সুজন।  

ঢাকার কোচ জানান, প্রথম ম্যাচে কম্বিনেশনের কারণে একাদশে রাখা হয়নি সাব্বিরকে। তবে পরের দুই ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বাইরে রাখা হয়েছিল। কারণ গত ১ জানুয়ারি কাউকে না জানিয়েই অনুশীলনে হাজির হননি সাব্বির। তবে তিনি নিজে দাবি করেছেন, এসব অভিযোগ ঠিক নয়।  

গতকাল সিলেট পর্বে নিজের দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাব্বির। হাঁকিয়েছেন ৯টি ছক্কা। তবে তার দল জিততে পারেনি। ম্যাচ শেষে নিজের ওপর ওঠা অভিযোগ নিয়ে সাব্বির বলেন, 'কোচের সঙ্গে কথা হয়েছে। উনাকে বলেছিলাম পারিবারিক ইস্যু ছিল, তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয়েছে, দলের ভেতরের কথা সংবাদমাধ্যমে না বলাই ভালো। '

'আমি চেষ্টা করছি ঠিক করার জন্য। কিন্তু আশেপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না। তারা পুশ করছে আমাকে। তবে আমি এসব নিয়ে চিন্তিত নই। আমার কাজ পারফর্ম করা, সেটাই করছি। '

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।