ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১০ রানের হার রংপুরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
১০ রানের হার রংপুরের

প্রতিপক্ষের ভালো শুরুর পর নাগালেই রাখা গিয়েছিল লক্ষ্য। ব্যাটিংয়ে নেমেও রংপুর রাইডার্স পেয়েছিল দারুণ উদ্বোধনী জুটি।

কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় হাতের মুঠোয় আসা ম্যাচ হারতে হয়েছে তাদের।  

রোববার রাতে গ্লোবাল সুপার লিগের ম্যাচে রংপুরকে ১০ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করে ভিক্টোরিয়া। পরে রান তাড়ায় নেমে ৭ উইকেটে হারিয়ে ১৪১ রানের বেশি করতে পারেনি রংপুর।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল ভিক্টোরিয়ার। ৭০ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ব্লাক ম্যাকডোনাল্ডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। ২৯ বলে ৪০ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি।  

দুই ওভার পর আরেক ওপেনার জো ক্লার্ককে আউট করেন কামরুল ইসলাম রাব্বি। তার বলে ম্যাডসনের হাতে ক্যাচ দেন ৩১ বলে ৩২ রান করা ক্লার্ক। পরের ১৮ রানে তিন উইকেট তুলে নিয়ে ভিক্টোরিয়াকে বেশ চাপেই ফেলে দিয়েছিল রংপুর।

কিন্তু দলটির হয়ে শেষটা দারুণ করেন স্কট এডওয়ার্ডস। ১৭ বলে ৪ চার ও এক ছক্কায় অপরাজিত ৩০ রান আসে তার ব্যাট থেকে। রংপুরের হয়ে অভিষেকে ৪ ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন রিশাদ। দুই উইকেট পান মাহেদী হাসানও।  

রান তাড়ায় নেমে রংপুর পায় স্বস্তির শুরু। চার ওভার চার বলে গিয়ে প্রথম উইকেট হারায় তারা। তখন দলের রান ৫১। দুর্দান্ত শুরু করে স্টিভেন টেলর ১৪ বলে চারটি চার ও ১টি ছক্কায় ২৬ রান করে আউট হন।  

এরপরও দলের রান বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন সৌম্য সরকার। ৪২ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫১ রান করে সৌম্য আউট হন। তার বিদায়ের পরই কেমন চাপে পড়ে যায় রংপুর।  

টানা তিন ব্যাটার হন ব্যর্থ। ৮ বলে ৯ রান করে ওয়েন ম্যাডসন, আফিফ ১৫ বলে ১০ ও নুরুল হাসান ১০ বলে ৪ রান করে আউট হন। এক সময় ৫৪ বলে ৫৬ রান দরকার ছিল রংপুরের।  

কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ অবধি হারতে হয় তাদের। দলের শেষ আশা খুশদিল শাহ ১৪ বলে ১৫ রান করেন। ১১ বলে ১১ রান করে অপরাজিত থাকেন রিশাদ হোসেন।  

বাংলাদেশ সময় : ১১৩১ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।