ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

রয়্যাল চ্যাম্পিয়ন্স ক্রিকেটের ড্র অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
রয়্যাল চ্যাম্পিয়ন্স ক্রিকেটের ড্র অনুষ্ঠিত আসরের গ্রুপিং করা হচ্ছে। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: অ্যামেচার ক্রিকেটের আসর রয়্যাল চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজারবাগে একটি হোটেলে চতুর্থ আসরের গ্রুপিং করা হয়।

অংশগ্রহণকারী আটটি দলের প্রতিনিধিরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়।

‘এ’ গ্রুপে ব্যান্ডো ডিজাইন, ঢাকা ইন্ডিয়ান্স, ইন্সপায়ার ক্রিকেট ক্লাব ও সুপার জায়ান্টস রয়েছে। ‘বি’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন লায়লা ক্রিকেট ক্লাবের সঙ্গে আছে লায়নাস স্পোর্টস ক্লাব, রুসলান স্টুডিও এবং বিএমসি।
আগামী ২৯ নভেম্বর শুরু হবে এবারের রয়্যাল চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৪ ডিসেম্বর গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে। এরপর ঠিক করা হবে সেমিফাইনাল ও ফাইনালের তারিখ।  

এ টুর্নামেন্ট নিয়ে প্রধান আয়োজক এরশাদ আহমেদ চৌধুরী বলেন, ২০২১ সাল থেকে শুরু হয়, এখন চতুর্থ মৌসুম চলছে। অনেক চ্যালেঞ্জ পার করতে হচ্ছে। মাঠের একটা চ্যালেঞ্জ থাকে, দলগুলোরও থাকে। এসব চ্যালেঞ্জ পার করে টুর্নামেন্টগুলোর আয়োজন করছি।
কেন এমন আয়োজন জানতে চাইলে তিনি বলেন, কারণ হচ্ছে যারা অ্যামেচার খেলোয়াড় আছেন। তাদের খেলার জায়গা ছিল না তেমন, এখন তৈরি হচ্ছে। আরেকটা প্ল্যাটফর্ম যেন অ্যামেচার ক্রিকেটাররা পান। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে। ব্যাংকার, ভার্সিটিতে পড়ুৃয়দের নিয়ে টুর্নামেন্ট করবো আমরা।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমএইচবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।