ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরোনো ঘরে ফিরলেন ভুবনেশ্বর, চড়া দামে মুম্বাইয়ে গজনফর 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
পুরোনো ঘরে ফিরলেন ভুবনেশ্বর, চড়া দামে মুম্বাইয়ে গজনফর 

আইপিএলে ভুবনেশ্বর কুমারের শুরুটা হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মাধ্যমে। ১৫ বছর পর আবারও সেই পুরোনো ঘরে ফিরলেন ডানহাতি এই পেসার।

 

যদিও শুরু থেকেই তাকে নিয়ে দর কষাকষি করতে থাকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু বেঙ্গালুরু তার জন্য দর হাঁকে একবারই। এরপর আর কেউই এগোয়নি। শেষ পর্যন্ত ১০ কোটি ৭৫ লাখে বিক্রি হন ভুবনেশ্বর। এর আগে টানা দশ আসর সানরাইজার্স হায়দরাবাদে কাটান তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি এবার কোনো আগ্রহ দেখায়নি।

গতকাল ১০ কোটি রুপিতে নুর আহমেদকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। আজও নিলামমঞ্চ কাঁপালেন আরও এক আফগান স্পিনার। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য থাকলেও ৪ কোটি ৮০ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখান আল্লাহ গজনফর। সম্প্রতি বাংলাদেশকে বেশ ভালোই ভুগিয়েছেন তিনি। চড়া দামে বিক্রি হওয়া এই রহস্য স্পিনার ১৬ টি-টোয়েন্টি খেলা শিকার করেছেন ২৯ উইকেট।

এছাড়া লাঞ্চ বিরতির আগপর্যন্ত আকাশ দীপকে ৮ কোটিতে লক্ষ্ণৌ, লকি ফার্গুসন ২ কোটিতে পাঞ্জাব, দীপক চাহারকে ৯.২৫ কোটিতে মুম্বাই, মুকেশ কুমারকে ৮ কোটিতে দিল্লি, গেরাল্ড কুটসিয়াকে ২.৪০ কোটিতে গুজরাট, তুষার দেশপান্ডেকে সাড়ে ৬ কোটিতে রাজস্থান, জশ ইংলিসকে ২.৬০ কোটিতে পাঞ্জাব, নীতিশ রানাকে ৪.২০ কোটিতে রাজস্থান, রায়ান রিকেলটনকে ১ কোটিতে মুম্বাই, ওয়াশিংটন সুন্দরকে ৩.২০ কোটিতে গুজরাট, ক্রুনাল পান্ডিয়াকে ৫.৭৫ কোটিতে বেঙ্গালুরু, মার্কো ইয়ানসেনকে ৭ কোটিতে পাঞ্জাব, স্যাম কারানকে ২.৪০ কোটিতে চেন্নাই, ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে দিল্লি, রোভম্যান পাওয়েলকে দেড় কোটিতে নিয়েছে কলকাতা।

বাংলাদেশ সময়:
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।