ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইতিহাস গড়ে ২৬.৭৫ কোটি রুপিতে পাঞ্জাবে আইয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ইতিহাস গড়ে ২৬.৭৫ কোটি রুপিতে পাঞ্জাবে আইয়ার

গত আসরে ২৪ কোটি ৭৫ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন মিচেল স্টার্ক। পরিণত হন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে।

তবে এবার তা ভেঙে নতুন ইতিহাস গড়লেন শ্রেয়াস আইয়ার। ডানহাতি এই ব্যাটারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস।

আইয়ারের নেতৃত্বেই গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নতুন চক্রের জন্য তাকে ধরে না রাখাটাই শ্রেয় মনে করেছে তারা। যদিও নিলামে আইয়ারের নাম ওঠার পর প্রথম ডাক তারাই হাঁকিয়েছিল। কিন্তু পাঞ্জাব ছিল নাছোড়বান্দা। মাঝখানে হাল ছেড়ে দিলেও পরে গিয়ে দিল্লির সঙ্গে পাল্লা দিয়ে আইয়ারকে ছিনিয়ে নেয় তারা।

নিলামের শুরুটা হয়  অর্শদীপ সিংকে দিয়ে। বাঁহাতি এই পেসারকে ১৮ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে তার পুরোনো ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। যদিও শুরুতে দর কষাকষিতে ছিল না তারা।  ১৫.৭৫ কোটি রুপিতে বাঁহাতি এই পেসারকে প্রায় কিনেই নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু রাইট টু ম্যাচ কার্ড অপশন প্রয়োগ করে পাঞ্জাব। যেহেতু আগের মৌসুমে অর্শদীপ তাদেরই খেলোয়াড় ছিল। পরে হায়দরাবাদ প্রস্তাব দেয় তারা অর্শদীপের জন্য ১৮ কোটি রুপি দিতে প্রস্তুত। পাঞ্জাব সেই প্রস্তাব ফিরিয়ে নিজেরাই সমান অর্থ দিতে রাজি হয়।

গত আসরে অর্শদীপেরই সতীর্থ ছিলেন কাগিসো রাবাদা। তবে প্রোটিয়া পেসার খুঁজে পেয়েছেন নতুন ঠিকানা। ১০ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে তাকে ভেড়ায় গুজরাট টাইটান্স।   ফ্র্যাঞ্চাইজিটি পরে ১৫ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে জস বাটলারকেও কিনে নেয়। গত আসরে রেকর্ড গড়া স্টার্ক এবার অর্ধেক দামও পাননি। ১১ কোটি ৭৫ লাখে তাকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪ 

এএইচএস 
 

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।