ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন তিলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
তিন সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়লেন তিলক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটিতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। এরপর ঘরোয়া ক্রিকেটেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

টানা তিন সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলতে নেমে মেঘালয়ের বিপক্ষে তিলক খেলেছেন ৬৭ বলে ১৫১ রানের বিস্ফোরক এক ইনিংস। সেটিই তাকে এনে দিয়েছেন বিশ্বরেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরির করলেন তিনি।  

ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টির এক ম্যাচে দেড়শ রানের বেশি করার প্রথম কীর্তিও গড়েছেন তিলক। এর আগে শ্রেয়াস আইয়ারের ১৪৭ রানের ইনিংসটি ছিল শীর্ষে। ১৪ চার ও ১০ ছক্কায় ১৫১ রান করে সেই রেকর্ড ভাঙলেন তিলক।  

তিলকের রেকর্ডের দিনে ২০ ওভারে ৪ উইকেটে ২৪৮ রান করে হায়দরাবাদ। জবাবে মেঘালয় ৬৯ রানে গুটিয়ে যায়। আর তাতে ১৭৯ রানের বিশাল জয় পায় হায়দরাবাদ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।