ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মিরাজ বললেন, ‘এবার নতুনভাবে এসেছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
মিরাজ বললেন, ‘এবার নতুনভাবে এসেছি’

দুই বছর বাদে আবারও ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জ ঠিকানা হয়েছে বাংলাদেশের। পূর্ণাঙ্গ সিরিজের শুরুটা হচ্ছে টেস্ট দিয়ে।

এই সিরিজে বদলে গেছে অনেক কিছু। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম নেই চোটের কারণে, সাকিব আল হাসানও নেই। এ অবস্থায় ভারপ্রাপ্ত অধিনায়ক হওয়া মেহেদী হাসান মিরাজ খুঁজে ফিরছেন নতুন কিছু।  

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের স্মৃতি খুব একটা সুখকর নয়। ২০২২ সালে সবশেষ ম্যাচে তারা হেরেছিল ৭ উইকেটে, ওই ম্যাচের প্রথম ইনিংসে অলআউট হয় ১০৩ রানে। ২০১৮ সালের স্মৃতি আরও বাজে। প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হওয়ার পর হারতে হয়েছিল ইনিংস ও ২১৯ রানে।

সেসব স্মৃতি মনে আছে মিরাজেরও। তবে তিনি খুঁজছেন ভিন্ন কিছু, ‘দেখেন যে এর আগে আমরা অ্যান্টিগায় ভালো টেস্ট খেলিনি। খুব বাজেভাবে হেরেছি। এবার আমরা নতুনভাবে এসেছি। দশ দিনের মতো অনুশীলন করেছি, একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং খেলোয়াড়রাও খুব ভালো প্রস্তুতি নিয়েছে। ’

‘আমি অনেক আত্মবিশ্বাসী আমার দল অনেক ভালো করবে। সবাই যেন ভালো ক্রিকেট খেলে আমরা যেন জিততে পারি। সবাই যদি দল হিসেবে খেলতে পারি, আশা করি এই টেস্টে ভালো একটা ফল আসবে।  

বাংলাদেশ দল দুই দিনের প্রস্তুতি ম্যাচে অবশ্য বেশ ভালো করেছে। তবে তাদের ধাক্কাও কম নেই। অভিজ্ঞদের চোটে কিছুটা তারুণ্য নির্ভর দলই গড়তে হয়েছে। এ ম্যাচে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মিরাজেরও। তবুও তিনি বেশ আশাবাদী।

মিরাজ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলার জন্য। কারণ এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, টেস্ট ক্রিকেটে অতটা ভালো করতে পারিনি। বিশেষ করে একটা জিততে পারিনি শেষ চার বছরে যদি আমরা দেখি এখানে স্ট্যাট, এখানে দুটা ম্যাচ খেলেছিলাম। আমাদের লক্ষ্য থাকবে জেতার জন্য এবং সবাই যেন পারফর্ম করে। ’ 

বাংলাদেশ সময় : ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।