ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টয়নিস ঝড়ে পাকিস্তানকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
স্টয়নিস ঝড়ে পাকিস্তানকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

আগের দুই ম্যাচে তবু কিছুটা লড়াই উপহার দিয়েছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচে তাদের পাত্তাই দিল না অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে ঝড় তুলে তাতে নেতৃত্ব দিলেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আর তাতে সফরকারীদের ধবলধোলাই করল স্বাগতিকরা।

হোবার্টে আজ আগে ব্যাট করে ১৮.১ ওভারে ১১৭ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ১১.২ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। অর্থাৎ তখনও ইনিংসের ৫২ বল বাকি ছিল। পাকিস্তানের বিপক্ষে বল হাতে রেখে জয়ের দিক থেকে এটি দ্বিতীয় বড় ব্যবধান। এর আগে ২০১৮ সালে হারারেতে ৫৫ বল হাতে রেখে জিতেছিল অজিরা।  

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা জয়ের নতুন রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ম্যাচ জিতেছে তারা। ৬ ম্যাচ জিতে তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (২০২৩-২০২৪)। আর ৫টি করে জয় আছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের। তবে ইংলিশদের টানা ৫টি করে জয় আছে দুইবার।

পাকিস্তানকে আজ শুরুতেই ব্যাকফুটে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার বোলাররা। অ্যারন হার্ডি, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসনদের তোপের সামনে পাকিস্তানের বাবর আজম ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। অথচ এই বাবর আগের দুই ম্যাচে ৩ করে রান করেছেন। এ কারণে তাকে বিশ্রাম দেওয়ায়র দাবিও উঠতে শুরু করেছিল। কিন্তু অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিজেই বিশ্রামে গিয়ে বাবরকে একাদশে রাখার ব্যবস্থা করে দেন।

অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন বাবর। ওপেনিংয়ে নেমে ২৮ বলে ৪১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া তিনে নামা হাসিবুল্লাহ খানের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রানের ইনিংস। রিজওয়ানের জায়গায় নেতৃত্ব দেওয়া আগা সামলান ৯ বলে খেলে ১ রান করেই আউট হয়ে যান।  

বল হাতে অস্ট্রেলিয়ার বোলার হার্ডি ৪ ওভারে ২১ রানে নেন ৩ উইকেট। এছাড়া জনসন ও জাম্পা নেন ২টি করে উইকেট।

জবাবে অস্ট্রেলিয়া তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে ফেলে। ওপেনার ম্যাথিউ শর্ট যখন বিদায় নেন, তখন তাদের দলীয় সংগ্রহ মাত্র ১৬ রান। এরপর চতুর্থ ওভারে ফেরেন পড়ে আরও এক উইকেট। তবে এরপর জশ ইংলিসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন স্টয়নিস।  

ইংলিস ২৪ বলে ২৭ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন স্টয়নিস। তার ব্যাট থেকে আসে ৫টি করে চার ও ছক্কা। একইসঙ্গে সাকিব আল হাসানের একটি কীর্তিও ছুঁয়েছেন তিনি।  

টি-টোয়েন্টির এক পঞ্জিকাবর্ষে ৩০০ রান ও ২০ উইকেট নেওয়ার রেকর্ডে সাকিবের নামটি জ্বলজ্বল করছে। ২০২১ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটের এক বছরে ৩২৭ রান ও ২৫ রান করেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার পরে ভারতের হার্দিক পান্ডিয়া (২০২২ সালে), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২০২২, ২০২৪) এই কীর্তিতে নাম লেখান। সর্বশেষ তাতে যুক্ত হলেন স্টয়নিস। এ বছর এখন পর্যন্ত ৩৩০ রান করার পাশাপাশি ২১ উইকেট নিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।