ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অমিতের ডাবল সেঞ্চুরির দিনে গালিবেরও শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
অমিতের ডাবল সেঞ্চুরির দিনে গালিবেরও শতক

জাতীয় ক্রিকেট লিগে চতুর্থ রাউন্ড চলছে। রোববার ছিল খেলার দ্বিতীয় দিন।

এদিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সিলেটের অধিনায়ক অমিত হাসান। একই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তার সতীর্থ আসাদুল্লাহ আল গালিব।

সিলেটের একাডেমি মাঠে ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ। এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৩০৪ রানে অলআউট হয়েছে মেট্রো। দ্বিতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিযে ২৫৪ রান করেছে ঢাকা বিভাগ।  

ঢাকা মেট্রোর তিনশ ছাড়ানো সংগ্রহের পথে সর্বোচ্চ ৮৬ রান করেন শামসুর রহমান শুভ। এছাড়া হাফ সেঞ্চুরি পান গাজী তাহজীবুল ইসলাম, ৬৩ রান আসে তার ব্যাট থেকে। বিভাগের হয়ে চারটি করে উইকেট নেন এনামুল হক ও শুভাগত হোম চৌধুরী।

প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ঢাকা বিভাগের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন ওপেনার রনি তালকুদার। ৭ চার ও ১ ছক্কায় ১২২ বলে ৫৪ রান করে রাকিবুল হাসানের শিকার হয়েছেন তিনি। তবে ৭২ বলে ৬০ রান করে এখনও অপরাজিত আছেন শুভাগত হোম।  

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয় রংপুর। পরে একই রানে সব উইকেট হারায় রাজশাহীও। দ্বিতীয় ইনিংসে এখন অবধি ৪ উইকেট হারিয়ে ৮৩ রান করেছে রংপুর।  

বল হাতে ছয় উইকেট নিয়ে রংপুরকে অল্পতেই থামিয়ে দিয়েছিলেন সাব্বির হোসেন। কিন্তু ব্যাটিংয়ে রাজশাহীর ভরসা হতে পারেননি তেমন কেউ। ৬ চারে ৬৯ বলে সর্বোচ্চ ৪৭ রান আসে ওই সাব্বিরের ব্যাট থেকেই। রংপুরের হয়ে ৯ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।  

কক্সবাজারের একাডেমি মাঠে সিলেটের মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ। প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করেছে সিলেট। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে এখন অবধি ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩ রান করেছে খুলনা।  

এ ম্যাচে সিলেটের হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন অমিত হাসান। ৪৫৫ বলে ১৮ চার ও ১ ছক্কায় ২১৩ রান করেছেন অমিত। সেঞ্চুরি পেয়েছেন আসাদুল্লাহ আল গালিবও। ২৪২ বলে ১১৫ রান করেছেন তিনি।  

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে ৩১৮ রান করে অলআউট হয়েছে বরিশাল। পরে নিজেদের প্রথম ইনিংসে এখন অবধি ৩ উইকেট হারিয়ে ২০২ রান করেছে চট্টগ্রাম।  

এ ম্যাচে বরিশালের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন মঈন খান। এছাড়া ৫৩ রান আসে তাসামুল হকের ব্যাট থেকে। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়েছেন আশরাফুল হাসান। তিন উইকেট পেয়েছেন এনামুল হক আশিক।  

ব্যাট হাতে চট্টগ্রামের হাল ধরেছেন অধিনায়ক শাহাদাৎ হোসেন দীপু। ১৩৯ বল খেলে ৬৪ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী ইয়াসির আলি চৌধুরীও ১০৬ বল খেলে করেছেন ৮১ রান।  

বাংলাদেশ সময় : ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।