ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিতকেই বিশ্বকাপের ‘যোগ্য’ দাবিদার মনে করেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
রোহিতকেই বিশ্বকাপের ‘যোগ্য’ দাবিদার মনে করেন হাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই বাজিমাত করলেন রোহিত শর্মা। ঝড়ো ফিফটিতে একের পর এক রেকর্ড ভাঙতে লাগলেন, যদিও সেঞ্চুরি করা হয়নি তার স্রেফ ৮ রানের জন্য।

তবে দারুণ এই ইনিংসে প্রশংসায় ভাসছেন তিনি। পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ হাফিজ মনে করেন, রোহিতই এই বিশ্বকাপ জেতার যোগ্য।

বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে স্রেফ ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন রোহিত। ইনিংসটি তিনি নিয়ে যান ৯২ রান পর্যন্ত। এরপর মিচেল স্টার্কের বলে উইকেট হারান। ম্যাচটিতে তার দল জেতে ২৪ রানে। আর গ্রুপের শীর্ষদল হিসেবে নিশ্চিত করে সেমিফাইনাল।

রোহিতের এই ইনিংসের ভূয়সী প্রশংসা করেন হাফিজ। পাকিস্তানের এক শো’তে তিনি বলেন, ‘এটা শুধু একটি ইনিংস ছিল না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারের সেই প্রতিশোধ ছিল। সেই ক্ষুধা, সেই মুহূর্ত; রোহিত প্রমাণ করে দিলেন সেটি। যখন সে খেলে তখন কেউই তার সামনে দাঁড়াতে পারেন না। ’

সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার এই ইনিংসকে ‘স্পেশাল’ হিসেবে আখ্যায়িত করেছেন। পাশাপাশি রোহিত এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘ডিজার্ভ’ করে বলেও জানান তিনি, ‘এটা ছিল রোহিতের দারুণ এক ইনিংস। আপনি যদি অন্য ক্রিকেটারের প্রশংসা করতে বলেন, সেখানে সবার ওপরেই থাকবে রোহিত। এই মুহূর্তে রোহিতই একমাত্র ব্যক্তি, যে বিশ্বকাপ জেতার যোগ্য। ’

আগামীকাল বাংলাদেশ সময় রাতে সাড়ে ৮টায় প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিম শর্মার দল।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।