ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ২২, ২০২৪
বাংলাদেশ-ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি 

সুপার এইটের ম্যাচে আজ রাত সাড়ে ৮টায় ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও অ্যান্টিগার স্থানীয় সময়ে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

আর তখনই রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

আকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, অ্যান্টিগায় সকাল ১০টায় বৃষ্টির হওয়ার সম্ভাবনা ৪৩ শতাংশ। ১১টায় ৪৭ শতাংশ। ১২টায় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রপাত হতে পারে।

সুপার এইটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে সেই ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে। যদিও বাংলাদেশের তুলনায় সুপার এইটে ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। আফগানিস্তানকে বিধ্বস্ত করেছে তারা।

আজকের ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে দুদলই এক পয়েন্ট করে পাবে। কেননা সুপার এইটের লড়াইয়ে রিজার্ভ ডে রাখেনি আইসিসি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।