ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম, সিলেটের একাদশে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম, সিলেটের একাদশে মাশরাফি

নির্বাচনী ব্যস্ততার পর মাঠের খেলার জন্য প্রস্তুত হতে খুব বেশি সময় পাননি। তবু সিলেট স্ট্রাইকার্স যেকোনো মূল্যেই মাঠে দেখতে চায় মাশরাফি বিন মর্তুজাকে।

হয়েছেও তাই। বিপিএলে আসরের প্রথম ম্যাচের সিলেটের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। যদিও টস ভাগ্য পক্ষে ছিল না।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। প্রথম ম্যাচে আগে বোলিং নিয়েই চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা।
    
চট্টগ্রাম একাদশ: আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাৎ হোসেন, নাজিবুল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল আমিন হোসেন, বিলাল খান।

সিলেট একাদশ: নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিথুন, বেন কাটিং, জাকির হাসান, মাশরাফি বিন মর্তুজা, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, নাজমুল ইসলাম, রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এএইচএস 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।