ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে ‘জেগে উঠতে’ বলেছিলেন হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, ধর্মশালা থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
ক্রিকেটারদের চাপমুক্ত রাখতে ‘জেগে উঠতে’ বলেছিলেন হাথুরু

তানজিদ হাসান তামিম ব্যস্ত নেটে। তাকে বল করছেন কে? চন্ডিকা হাথুরুসিংহে।

বয়স হয়ে গেছে ৫৫ বছর। চুল-দাঁড়িও পেকে সাদা। এই বয়সেও হাত ঘুরালেন, অস্বস্তিতেও ফেললেন তানজিদকে। হাথুরুর কাঁধে অনেক বড় চাপও।  

ওয়ানডে সুপার লিগে তৃতীয় সেরা হওয়া দল নিয়ে প্রত্যাশাও বেশ। সেসবকে অবশ্য দমিয়ে রাখতে চান তিনি। এশিয়া কাপের পর এক সংবাদ সম্মেলনে যারা বিশ্বকাপ শেষে বড় স্বপ্ন দেখছেন, তাদেরকে ঘুম থেকে জেগে উঠতে বলেন তিনি।  

বিশ্বকাপ শুরুর আগে এ নিয়ে জানতে চাওয়া হয় হাথুরুসিংহের কাছে। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। এই টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনালে উঠার প্রত্যাশার কথা জানান হাথুরু। তাহলে কেন জেগে উঠতে বলেছিলেন?

ধর্মশালায় সংবাদ সম্মেলনে হাথুরুর উত্তর ছিল, ‘আমার কাজ হচ্ছে ক্রিকেটারদের থেকে চাপটাকে সরিয়ে নেওয়া। ’ তাহলে কি বাংলাদেশের স্বপ্নটা বড়ই আছে? হাথুরু বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে পারে, তার লক্ষ্য থাকতে পারে। এটা একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন ভালো বিশ্বকাপ যেন যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই তাকে বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না। ’

বৃহস্পতিবার অনুশীলনের একটি দৃশ্য হাথুরুসিংহের পরের উত্তরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রায় সব ক্রিকেটারই তখন নেটে চলে গেছেন। আছেন কেবল তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। একজন ছিলেন উইকেটকিপিং অনুশীলনে, অন্যজন দৌড়াচ্ছিলেন ট্রেনারের সঙ্গে।  

বাংলাদেশ দলের প্রতিচ্ছবিই ছিল যেন দৃশ্যটি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল মনে করিয়ে দেয় হয়তো এমন কিছু। বাংলাদেশ দলে আছেন পাঁচজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারও। তাওহীদ হৃদয়-শরিফুল হাসানরা ইতিবাচকতা বয়ে আনছেন বলে বিশ্বাস হাথুরুরও, ‘আমাদের মনে হয় চার-পাঁচজন ক্রিকেটার আছে ওই বিশ্বকাপ থেকে। তারা কিছু ইতিবাচক জিনিস নিয়ে আসবে দলে। ’

‘কারণ অতীতেও তারা এটা করেছে, অনেক এনার্জি আছে তাদের। আমি পুরো দল ও এমনকি আমার স্টাফদের নিয়ে রোমাঞ্চিত। কারণ বিশ্বকাপ চার বছরে আসে। এটা আইসিসির ক্যালেন্ডারের অন্যতম বড় টুর্নামেন্ট। আমাদের বড় প্রত্যাশা আছে। ’ 

বিশ্বকাপে বাংলাদেশের সত্যিকারের সম্ভাবনা কেমন? হাথুরুর জবাব, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন সত্যিকারার্থেই কেমন সুযোগ আছে- যদি আমরা চার-পাঁচটা ম্যাচ জিতি তাহলে সেমিফাইনাল বা নক আউট স্টেজে খেলতে পারবো। এটা আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।