ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সব পেছনে ফেলে ‘বড় ট্রফি’ এনে দেবেন সাকিব, বিশ্বাস মাশরাফির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সব পেছনে ফেলে ‘বড় ট্রফি’ এনে দেবেন সাকিব, বিশ্বাস মাশরাফির

বিশ্বকাপের আগে সবকিছুতেই কেমন যেন অগোছালো ভাব। অনেক লম্বা সময় ধরে দেখে আসা স্বপ্ন এখন অনেকটাই আড়ালে।

তামিম ইকবালের নেতৃত্ব ছাড়া, তাকে জাতীয় দলে না রাখাসহ নানা ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে জলঘোলা হয়েছে অনেক। তামিম জানিয়েছেন, তার বাদ পড়ার পেছনের কারণ।  

তাকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ না খেলা অথবা মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তামিম। পরে তার কাজকে ‘বাচ্চামো’ বলেন সাকিব। এ নিয়ে নিজের ব্ক্তব্য জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি বলছেন, সাকিব মেসেজ দিলেই সমাধান হয়ে যেতো সব।  

এছাড়া এখনও বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখার ইঙ্গিত দিয়ে মাশরাফি বলেন, ‘আমি এখনও আশা করি সাকিবের মতো ক্রিকেটারের হাতে একটা বড় শিরোপা আসবে। এটা আমাদের স্বপ্ন। আমার মনে হয় সে খুবই শক্ত মানুষ। এসবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবে দলকে নিয়ে আর সেরা ক্রিকেটটা খেলবে। ’ 

এশিয়া কাপের ঠিক আগে অধিনায়কত্ব ছাড়েন তামিম ইকবাল। তার অধীনে ওয়ানডে সুপার লিগের তৃতীয় সেরা দল ছিল বাংলাদেশ। শেষ মুহূর্তে তার নেতৃত্ব ছাড়ায় বিপাকে পড়ে বোর্ড। পরে তারা বেছে নেয় সাকিবকে। যদিও তার নেওয়ার ইচ্ছে ছিল না বলে জানান এই অলরাউন্ডার।

তামিমের তখন অধিনায়কত্ব ছাড়া উচিত হয়নি বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘কোনো দিক থেকেই আমার মনে হয় না তামিমের অধিনায়কত্ব ছাড়া ঠিক হয়েছে। হ্যাঁ, ওর ইনজুরি ইস্যু ছিল। কিন্তু তামিম অপেক্ষা করতে পারতো আর আরেকটু বিশ্লেষণ করে দেখতে পারতো। ’ 

‘আমি বলতে চাই সাকিব-তামিমের এই ইস্যুটা হয়েছে একটা তৃতীয় পক্ষের জন্য। এটা প্রমাণ করে তৃতীয় পক্ষ সবসময়ই ক্ষতিকর। এটা ক্রিকেটারদের জন্য একটা শিক্ষা যে যদি এমন ইস্যু থাকে, তারা তাদের নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। ’

বাংলাদেশ সময় : ২১৪২ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।