ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বড় জয় পেল সাকিব-ইমরুলদের মোহামেডান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বড় জয় পেল সাকিব-ইমরুলদের মোহামেডান ম্যাচ-সেরা পুরস্কার হাতে মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস

শুরুতে ইমরুল কায়েস করেছেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির দেখা পান মাহিদুল ইসলাম অঙ্কন ও মাহমুদউল্লাহ রিয়াদ। মোহামেডান পায় বড় সংগ্রহ।

জবাব দিতে নেমে অনুমতিভাবেই সেই রান তাড়া করতে পারেনি সিটি ক্লাব।

শনিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সিটি ক্লাবকে ১০১ রানে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩৪৮ রান করে তারা। বিপরীতে নির্ধারিত ৫০ ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে ২৪৭ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব।

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি অবশ্য খুব একটা বড় হয়নি মোহামেডানের। ১৬ বলে ১১ রান করে রনি তালুকদার আউট হলে ভেঙে যায় ১৯ রানের জুটি। এরপর সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও ফেরেন দ্রুতই। ২০ বলে ১৩ রান করে সৌম্য ও ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান মিরাজ।  

৭৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও অধিনায়ক ইমরুল কায়েস। ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন রিয়াদ। তবে সেঞ্চুরি করেন কায়েস। রিটায়ার্ড আউট হওয়ার আগে ১০ চার ও ৩ ছক্কায় ১২১ বলে ১১৪ রান করেন তিনি।  

তাদের বিদায়ের পর হাফ সেঞ্চুরি হাঁকান অঙ্কন। ২ চার ও ৪ ছক্কার ইনিংসে ৫২ বলে ৬৫ রান করেন তিনি। আইরিশদের বিপক্ষে টেস্ট শেষে এ ম্যাচে খেলেছেন সাকিব আল হাসান। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২৬ রান করে রায়ান রাফসান রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। শেষদিকে ৬ বলে অপরাজিত ১৪ রান করেন আরিফুল হক। সিটি ক্লাবের হয়ে ১০ ওভারে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন রায়ান রাফসান।  

বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্লা দিতে পারেনি সিটি ক্লাব। ১৫ রানে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। ১১ বলে ১০ রান করে সাজঘরে ফেরত যান জয়রাজ শেখ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ৭ নম্বরে নামা আব্দুল্লাহ আল মামুন।  

জ্যাক লিনটটের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। এর আগে ৪ চার ও সমান ছক্কায় ৬৫ বলে ৭০ রান করেন মামুন। এছাড়া হাফ সেঞ্চুরির দেখা পান আসিফ আহমেদ রাতুল। ৪ চারে ৯৬ বলে ৫২ রান করেন তিনি। ১০ ওভারে ৬৮ রান দিয়ে ৩ উইকেট নেন জ্যাক লিনটট। একটি করে শিকার সাকিব, নাজমুল হোসেন অপু, মিরাজ ও সৌম্য সরকারের।

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে মোহামেডান। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে ৯-এ আছে সিটি ক্লাব।

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।