ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশ সবার আগে এটা সত্যি, আইপিএল প্রসঙ্গে সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
দেশ সবার আগে এটা সত্যি, আইপিএল প্রসঙ্গে সুজন ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে এখন বড় আলোচনার বিষয় তিন ক্রিকেটারের আইপিএল খেলা। সাকিব আল হাসান-লিটন দাসকে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে।

আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। তবে তাদের ছাড়পত্র পাওয়া নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা।

৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এর আগে ক্রিকেটারদের ছুটি দেওয়া হবে না বলে বোর্ডের অবস্থান। যদিও ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইছেন পুরো মৌসুমের জন্য। এবার এ নিয়ে নিজের মত জানিয়েছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেছেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের ইস্যু। বোর্ড এটা নিয়ে একটা চিন্তা করেছে। ওদের সাথে কীভাবে কথা হয়েছে তা আমি জানি না। যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ, আমরা যথেষ্ট শক্তিশালী দল। টেস্ট ম্যাচে আমরা যে দলই খেলাই না কেন আমরা তাদের সঙ্গে ভালো করব। আমি তাদের (আয়ারল্যান্ড) ছোট করছি না। তবে এই কন্ডিশনে বা তাদের খেলোয়াড়দের দেখে আমার মনে হচ্ছে আমরা যথেষ্ট শক্তিশালী। ’

‘সেক্ষেত্রে সাকিব-মুস্তাফিজ বা লিটন যদি নাও থাকে খুব যে বড় ক্ষতি হবে তা না। তারা অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দেশ সবার আগে, এটা সত্যি কথা। তবে যদি আমরা মনে করি আমাদের সেই সাহস বা আত্মবিশ্বাসটা থাকে, তাহলে হয়তো ওদের ছাড়লেও ছাড়তে পারে। সেটা অন্য জিনিস। ’ 

সুজন নিজেও একজন বিসিবির পরিচালক। তাই বিসিবির বিপক্ষে কোনো কথা বলতে চান না তিনি, ‘অবশ্যই বিসিবি একটা অবস্থান নেবে। আমি বোর্ড পরিচালক হয়ে বিসিবির বিপক্ষে কখনোই বলতে পারব না। বিসিবির ওদের নিয়ে পরিকল্পনা আছে অবশ্যই। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে। আমি এই মুহূর্তে আমি টিম ম্যানেজমেন্টেও নেই। তারা জানে এই অবস্থায় কী করতে হবে। ’

সুজন স্পষ্ট করে বলছেন দেশের হয়ে খেলাটাই আগে, ‘দেখেন দেশ একটা দলের সঙ্গে হারতে পারে, এই অবস্থায় কাউকে আইপিএল খেলতে যাওয়ার পক্ষে আমি নই। এটা সম্ভব না আসলে। দলটা যদি ইংল্যান্ড হতো তাহলে এতো প্রশ্নই উঠত না, দুর্বল দল আয়ারল্যান্ড বলেই সবাই এতো কথা বলছে। ’

বাংলাদেশ সময় : ১৭৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।