ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
মাগুরায় টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা: মাগুরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সদর উপজেলায় (অনূর্ধ্ব-১৬) ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ।

 

এ সময় মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হাসান ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস উপস্থিত ছিলেন।  

দিনব্যাপী টি-১০ ক্রিকেট প্রতিযোগিতায় সদরের সরকারি বালক বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলা পরিচালনা করেন আলী আশরাফ ও হাসানুজ্জামান। দুপুরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।