ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাথুরুর দ্বিতীয়বার আসাটা খারাপভাবে নিচ্ছেন না সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
হাথুরুর দ্বিতীয়বার আসাটা খারাপভাবে নিচ্ছেন না সুজন

চট্টগ্রাম থেকে: রাসেল ডমিঙ্গো চাকরি ছেড়েছেন ভারত সিরিজের পরই। এখন অবধি কাউকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে গুঞ্জন আছে শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে আসতে পারেন বাংলাদেশে। এর আগেও হেড কোচের দায়িত্বে ছিলেন তিনি।  

তার অধীনে বেশ ভালো সাফল্যও পেয়েছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানকেও হারানো গিয়েছিল সিরিজ। তবে হাথুরুর আবারও বাংলাদেশে ফেরা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, হাথুরুর দ্বিতীয়বার বাংলাদেশে আসাতে খারাপ কিছু নেই।  

তিনি বলেন, ‘হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও ম্যাচিউর, আমাদের জন্য ভালো হবে। ও আসলে ভালোই হবে, ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। ’

‘দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কে ভালো জানেন, বুঝেন। ওর অভিজ্ঞতা এখন অনেক সত্যি বলতে গেলে। ’

এর মধ্যে বিসিবি নিয়োগ দিয়েছে হেড অব প্রোগ্রাম। অস্ট্রেলিয়ার ডেভিড মুর আসছেন হাই পারফরম্যান্স, বাংলাদেশ টাইগার্সহ বিসিবির বিভিন্ন ক্যাম্পের সমন্বয়ের দায়িত্বে। তার নিয়োগকেও ইতিবাচকভাবেই দেখছেন সুজন। ভাবনা জানিয়েছেন টি-টোয়েন্টির টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামকে নিয়েও।  

তিনি বলেছেন, ‘ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করা। আমরা ভালো করছি, ওনার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে সাহায্য করবে আরও। ভালো মুভ এটা, আমাদের জন্য ভালো। ’

শ্রীরামকে নিয়ে সুজন বলেন, ‘বিসিবিতে আমরা চিন্তা করি আমাদের জন্য কোনটা ভালো। আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য কে ভালো হবে। সেটা যদি হাথুরু হয় বা শ্রীরাম হয়, বা যে কেউ হোক না কেন, বা দুইজন হয় সেটাও ভালো, তিনজন হলেও ভালো। যেটা দেশের জন্য, দলের জন্য ভালো, সেটা চিন্তা করব। যে আসে সে যেন দেশকে সার্ভিস দিতে পারে। লম্বা সময় যেন কোচিং করাতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ’

ভারতের বিপক্ষে সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন না সুজন। তাকে কি ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে দেখা যাবে? এমন প্রশ্নে সুজনের জবাব, ‘এটা সময়ই বলবে। বর্তমানে আমি নেই, গত সিরিজে আমি ছিলাম না এমনিতেও। জানি না, ভবিষ্যতে কী হবে দেখা যাক। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।