ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে বিসিবিতে দাওয়াত দিয়েছেন পাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
মাশরাফিকে বিসিবিতে দাওয়াত দিয়েছেন পাপন

গত কয়েকদিন ধরে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ইস্যু। সাকিব আল হাসান বলেছেন সিইওর দায়িত্ব পেলে দুই মাসের মধ্যেই ঠিক করতে পারবেন বিপিএল।

পরে তাকে স্বাগত জানায় বোর্ডও। এরপর সাকিব আবার বলেছেন, দায়িত্ব নিলে সভাপতিরই নিতে চান।  

এর মধ্যেই আলোচনায় নতুন খবর। সাকিব আল হাসান জাতীয় দলে এখনও খেলছেন নিয়মিত, দুই ফরম্যাটের অধিনায়কও। তবে দেশের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলে নেই অনেকদিন ধরে, তার ফিরে আসার সম্ভাবনাও কম। তাকে দায়িত্ব দেওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা আছে।  

মাশরাফি বছর দুয়েক আগে বলেছিলেন, বোর্ড থেকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পাননি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, মাশরাফিকে দুদিন আগেও প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ডে আসার। ‘নট আউট নোমান’কে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। পাপন বলেন, ‘পরশু দিনও বলেছি (মাশরাফিকে)। ওকে দেখেই বললাম...’

এরপরই বাস্তবতা মনে করিয়ে দেন পাপন, ‘একটা মানুষ যখন ফ্রি থাকে, তখন একরকম। আর যখন কেউ কোনো কিছুতে জড়িয়ে যায়, তখন আরেক রকম। কীভাবে বলবো বলেন, একটা বোর্ড কী করে; আমি যদি এখন...ধরেন, যেকোনো একটা পোস্ট চিন্তা করেন। টিম ম্যানেজার নেবো, কী করি? আমরা আগে দুয়েকজনের সঙ্গে কথা বলাই। এরপর আমি কথা বলে দেখি সে আগ্রহী কি না। ওর প্রত্যাশা কী। এটা জানার পর যদি দেখি হবে, তখন তাকে চিঠি দেবো। আগে কী দেবো? তারপর যদি না নেয়? এটা কি বোর্ডের জন্য ভালো হবে?’ 

উপযুক্ত জায়গার দায়িত্ব পাওয়াকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পাপন, ‘মাশরাফিকে আমরাও চাই। এখন ও আসবে কোথায়। একটা কথা ভুলে গেলে হবে না ও একজন সম্মানিত সংসদ সদস্য। ওকে আমি যেকোনো জায়গায় দিলে হবে না। ওর সময়...ও সময় দিতে পারবে কি না। কারণ রাজনীতিতে বেশ সময় দেয় এখন। ’ 

‘আমি যদি বলি বয়সভিত্তিক চালাও, এইচপির প্রধান হও। দায়িত্ব নাও বা যাই বলি, তুমি টিম ম্যানেজার হও, দলের সঙ্গে যাও; এগুলো কিন্তু আগে যেরকম সহজ ছিল, যত দিন যাচ্ছে তত কঠিন হচ্ছে। আমি তাকে আবার..পরশু দিনই তাকে বললাম, আমি চাই তুমি আসো। তুমি চিন্তা করে দেখো কোনটা করলে তোমার পক্ষে সম্ভব বা তুমি আগ্রহী কি না। ’ 

মাশরাফিকে বোর্ড দায়িত্ব দিতে চায় জানিয়ে পাপন বলেন, ‘এর চেয়ে বেশি আর কী বলবো? আপনারা বলতে চাচ্ছেন আমি কেন লিখিত দিলাম না। কীসের লিখিত দেবো? এভাবে লিখিত দেওয়া যায় না তো। এই যে কোচদের আমরা নেই, কথা বলে দেই?’

‘আগে আগ্রহ জানতে হবে, মিলতে হবে। মাশরাফি কোনো ব্যাপার না। ও চিন্তা করে দেখুক, সময় যদি দিতে, কেন নয়? ওকে আমরা কাজে লাগাতে চাই এবং লাগাতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।