ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের স্বপ্নের শেষ হারের বেদনায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
বাংলাদেশের স্বপ্নের শেষ হারের বেদনায় ছবি : শোয়েব মিথুন

রাতভর রোমাঞ্চের অপেক্ষা। সকালের শিশিরেও জমা হলো স্বপ্ন।

সময় গড়ালো, আউট হলেন জয়দেব উনাদকাট-ঋষভ পন্থ। সাকিব আল হাসান উইকেট নিলেন, মেহেদী হাসান মিরাজও। আশার আলোর উজ্জ্বলতা বাড়লো আরেকটু। শনিবারের শেষ বিকেলে স্বপ্নের তৈরি হয়েছিল ক্রিকেটারদের চঞ্চলতায় চড়ে।  

ভারতের প্রথম সারির চার ব্যাটারকে ফিরিয়ে সাকিবরা দেখাচ্ছিলেন জয়ের স্বপ্নও। চতুর্থ দিনের ১২তম মিনিটে জয়দেব উনাদকাট যখন ফিরলেন, অথবা এর মিনিট ষোলো পর ঋষভ পন্থ; স্বপ্নের সাগরে ডুবে থাকাই তো ছিল স্বাভাবিক। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়!

কিন্তু হলো না তা। অষ্টম উইকেট জুটিতে ৬৯ রান যোগ করে ভারতকে জিতিয়েই মাঠ ছাড়লেন রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াস আয়ার। বাংলাদেশের স্বপ্নের শেষ হলো হারের বেদনায়।  

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ২২৭ রান করার পর ভারত করে ৩১৪ রান। বাংলাদেশ পরের ইনিংসে ২৩১ রান করলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান।  

৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ভারত। চতুর্থ দিনের প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাটের জন্য এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। আউট দেননি আম্পায়ার। রিভিউ নিলে আম্পায়ারস কলে বেঁচে যান ভারতীয় ব্যাটার। পরের বলেই তিনি হাঁকান ছক্কা।  

পরের ওভারের চতুর্থ বলেই অবশ্য তাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব। এলবিডব্লিউ আউট হওয়ার পর বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। ১ ছক্কায় ১৬ বলে ১৩ রান করেন তিনি। এরপর পন্থকেও সাজঘরে ফেরানো গেছে। তার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ভয়ঙ্কর হতে পারা ব্যাটার ১৩ বলে ৯ রান করে হয়েছেন এলবিডব্লিউ।  

পন্থ ছিলেন ভারতের বড় ভরসার নাম। তিনি ফেরার পর বাংলাদেশের স্বপ্ন চওড়া হওয়াই ছিল স্বাভাবিক। সেটিকে আরও বড় করেন মিরাজ। আগের দিনের অপরাজিত ব্যাটার অক্ষর প্যাটাল ভোগাচ্ছিলেন এদিনও। তাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান ৪ চারে ৬৯ বলে ৩৪ রান করার পর।  

এরপর সময়ের সঙ্গে মানিয়ে নেয় ভারত। মাঝে রবীচন্দ্রন অশ্বিনের ক্যাচ শর্ট লেগে নিতে পারেননি মুমিনুল হক। একটু একটু করে ম্যাচও বেরিয়ে যেতে থাকে বাংলাদেশের হাত থেকে। শেষ অবধি অষ্টম উইকেট জুটিতেই ম্যাচ জেতান অশ্বিন ও আয়ার। ৪৬ বলে ২৯ রান করে আয়ার ও ৬২ বলে ৪২ রান করেন অশ্বিন।  

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ২২৭/১০

ভারত প্রথম ইনিংস: ৩১৪/১০

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩১/১০ 

ভারত দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ১৪৫ রান): ১৪৫/৭ (গিল ৭, রাহুল ২, পূজারা ৬, কোহলি ১, অক্ষর ৩৪, পন্থ ৯, উনাদকাট ১৩, অশ্বিন ৪২*, আয়ার ২৯*; মিরাজ ৫/৬৩, ২/৫০)।


বাংলাদেশ সময় : ১১২০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।