ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ ইয়াসির ছবি : শোয়েব মিথুন

প্রথম টেস্টে ১৮৮ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিজে ফেরার লড়াই।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ৯ রান করা ইয়াসির আলি বাদ পড়েছেন। জায়গা পেয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এছাড়া পিঠের চোটে এবাদত হোসেনের ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছিল আগেই। তার বদলে খেলবেন তাসকিন আহমেদ।   

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।  

বাংলাদেশ সময় : ০৯১১ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।