ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টে বোলিং করবেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ঢাকা টেস্টে বোলিং করবেন সাকিব

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ নেমেছিল চার বিশেষজ্ঞ বোলার নিয়ে। সাকিব আল হাসানসহ অবশ্য সংখ্যাটা পাঁচ।

কিন্তু এর মধ্যে এবাদত হোসেন পিঠের ইনজুরিতে পড়ে বল করেননি দ্বিতীয় ইনিংস। ওয়ানডে সিরিজে পাঁজরের পর টেস্টের সময় সাকিব কাঁধে চোট পান। ওই ব্যথায় প্রথম ইনিংসে ১২ ওভার বল করে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নেননি।

ওই ম্যাচে বাংলাদেশ হারে ১৮৮ রানে। এরপর হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, ঢাকা টেস্টে সাকিব আল হাসানের শুধু ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনার কথা। তবে ম্যাচের আগের দিন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সংবাদ সম্মেলনে এসে জানালেন, সাকিব বোলিং করবেন।

তিনি বলেছেন, ‘সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলার সময় তার হালকা চোট ছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে খেলার জন্য তৈরি ও বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে (হি ইজ গুড টু গো)। ’
 
সাকিব বোলিং করলে দলের ভারসম্য একরকম, না করলে অন্যরকম। তিনি যেহেতু বোলিং করবেন, তাহলে একাদশ কেমন হবে? এমন প্রশ্নের জবাবে শুরুতে রসিকতা করলেন দক্ষিণ আফ্রিকান কোচ। পরে অবশ্য তিনি বলেছেন, তিনজন স্পিনার খেলবেন ঢাকা টেস্টেও।

তিনি বলেন, ‘এখানে কোনো নির্বাচক আছে? (হাসি) আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল আর তাসকিন ফিরে এসেছে সঙ্গে খালেদ তো আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি ও উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে। (হি ইজ কামিং টু প্লে)। ’

সাকিব আল হাসানের সঙ্গে নিশ্চয়তা মিলেছে পেসার তাসকিন আহমেদের খেলারও। পিঠের চোটে প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। এবার তার খেলার কথা জানিয়ে ডোনাল্ড বলেছেন, ‘সে প্রথম ম্যাচেও খেলতে চেয়েছিল, কিন্তু এবার সে পুরোপুরি প্রস্তুত। ’

বাংলাদেশ সময় : ১১৫৪ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।