ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

গাজীপুরে ধর্ষকের যাবজ্জীন কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
গাজীপুরে ধর্ষকের যাবজ্জীন কারাদণ্ড 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা পূর্বপাড়া এলাকার বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে তৌহিদুল ইসলাম (৩০) নামে একব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল চান্দনা পূর্বপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে।  

আদালত সূত্র জানায়, চান্দনা পূর্বপাড়া এলাকায় বাকপ্রতিবন্ধী এক নারীর (২৫) সঙ্গে তৌহিদুল ইসলামের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে ২০১২ সালের ১ সেপ্টেম্বর ওই নারীকে ধর্ষণ করেন তিনি।  

একপর্যায়ে ওই নারী গর্ভবতী হলে স্থানীয় একটি কিনিকে তার গর্ভপাত করানো হয়। পরে অসুস্থ হয়ে পড়লে জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি।  

এ ঘটনায় ২০১৩ সালের ২৫ জানুয়ারি ওই নারীর মা বাদী হয়ে জয়দেবপুর থানায় তৌহিদুলসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।  

মামলার তদন্ত শেষে তৌহিদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে সোমবার এ রায় দেন আদালত।  

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিকে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬।
আরএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।