ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদালত

শহিদুল্লাহ’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
শহিদুল্লাহ’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লার দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদ উল্লাহ’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী বছরের ৮ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ অক্টোবর) গ্রেফতারকৃত শহিদউল্লাহ’র বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল।

কিন্তু আরও তিনমাস সময়ের আবেদন জানান রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল  আগামী ০৮ জানুয়ারি পর্যন্ত সময় দেন।
 
ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর গত ০২ আগস্ট রাতে  দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহিদউল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পরদিন  শহিদউল্লাহকে  হাজির করার পর তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।  
 
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এম মাসদু রানা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।