ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অতিথিরা

ঢাকা: ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং গত ১৫ জানুয়ারি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে একটি আলোচনার আয়োজন করে। এতে মূল আলোচনা উপস্থাপন করেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক ও ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন। সঞ্চালনা করেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. আবুল হাসনাত আলমগীর।

অধ্যাপক আইনুন নিশাত তার আলোচনায় একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এবং মানুষের জীবন-জীবিকা উন্নয়নে নদী, বন ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, টেকসই উন্নয়ন মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের সহায়তা ও পরিবেশ রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা।  

ড. নিশাত সতর্ক করে বলেন, যদি বর্তমান গতিতে জলবায়ু পরিবর্তন চলতে থাকে তাহলে বাংলাদেশ মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত ও চরম আবহাওয়া, খাদ্য সংকট এবং মানুষের স্থানচ্যুতি।  

তিনি একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ