ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা-পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা-পুনর্মিলনী অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও পুনর্মিলনী গত ১৭ জানুয়ারি ২০২৫ গাজীপুরের শ্রীপুরে অবস্থিত অ্যামাজিং রিসোর্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিসংখ্যান) মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সুরক্ষা) কাজী আরিফুর রহমান (রোমান)।

অ্যাসোসিয়েশনের গণমাধ্যম ও জনসংযোগ সম্পাদক ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মো. ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সভাপতি তার সূচনা বক্তব্যে উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা ও বর্তমান কমিটির মেয়াদে গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান ২০২৪ সালসহ বর্তমান কমিটির মেয়াদে গৃহীত কার্যক্রমের একটি উপস্থাপনা প্রদান করেন। এ সময় একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাধ্যমে কার্যক্রমগুলো তুলে ধরা হয়।

অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের এসএভিপি শফিকুল ইসলাম ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের ধারাবাহিক স্মরণিকা ‘স্বপ্নযাত্রা’ এর মোড়ক উন্মোচন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মো. নুরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া, অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী, জাবি পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাঃ মুজিবুর রহমান, জাবি  পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা রইস, অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও নির্বাহী কমিটির সভাপতি মো. আবদুল ওয়াদুদ (অন্তু), সহ-সভাপতি ও অ্যামেজিং ফ্যাশনের পরিচালক মোঃ মুমিনুল হক (জুয়েল), সহ-সভাপতি ও ব্যাংক এশিয়া লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোঃ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক ও আপাসেন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা প্রমুখ।

পরবর্তী মেয়াদের জন্য কার্যনির্বাহী পর্ষদ গঠনের নিমিত্তে গঠিত নির্বাচন কমিশনের পক্ষে নতুন কার্যনির্বাহী পর্ষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কন্টেসা সল্যুশনস অ্যান্ড কনসালটেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল।  

সভা শেষে অনুষ্ঠানে অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজন মিলনমেলায় রূপ নেয়। শিশু ও বড়দের জন্য নানাবিধ খেলার আয়োজন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ