ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

পল্লী বিদ্যুতের বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
পল্লী বিদ্যুতের বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশে

ঢাকা: সারা দেশে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বিল পরিশোধ সহজ করেছে বিকাশ পে বিল সেবা। ফলে যেমন নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত হয়েছে, তেমনি বিল বকেয়া থাকার পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে।

যেকোনো সময় যেকোনো স্থান থেকে শুধু নিজের বিলই নয়, অন্যদের বিলও পরিশোধ করতে পারার এ সুবিধা পল্লী বিদ্যুতের ৪ কোটি গ্রাহকের কাছে বিকাশকে বিল পরিশোধের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য করেছে।  

এক সময় প্রত্যন্ত অঞ্চলের মানুষকে পল্লী বিদ্যুতের বিল দিতে সংশ্লিষ্ট সমিতির অফিসে কিংবা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল দিতে হতো। প্রযুক্তির কল্যাণে এ চিত্র বদলে গিয়ে গ্রাহকরা এখন যেকোনো পল্লী বিদ্যুৎ সমিতির বিল তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকেই ঘরে বসে পরিশোধ করতে পারছেন।  

বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ গ্রাহকের পাশাপাশি বিল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর খরচ সাশ্রয় করছে, সেই সঙ্গে ব্যবস্থাপনায় স্বচ্ছতা এনেছে। গ্রাহকরা এখন যেকোনো সময় তাদের বিল চেক করতে পারছেন, বিল পরিশোধের ডিজিটাল রিসিট সংরক্ষণ করতে পারছেন। আবার বিকাশ অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা এনে তাৎক্ষণিক বিল পরিশোধ করতে পারছেন। এমনকি গ্রাহকরা চাইলে সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও বিদ্যুৎ বিল দিতে পারছেন।

এছাড়া পোস্ট পেইড কিংবা প্রিপেইড, যেকোনো বিলের ক্ষেত্রে গ্রাহকের তথ্য সেভ করে রাখা যায় বিকাশ অ্যাপেই, তাই প্রতি মাসে বিল পরিশোধের জন্য আলাদা করে বিল নম্বর টাইপ করার প্রয়োজন নেই।  

শুধু বিল দেওয়াই নয়, গ্রাহককে পরিশোধকৃত সব বিলের হিসাব দেখাতে বিকাশ অ্যাপে রয়েছে ‘পে বিল বিবরণী’ আইকন। এখানে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার সমস্ত বিবরণী একটি গ্রাফিক্সের মাধ্যমে দেখতে পারেন বিকাশ অ্যাপেই। এমনকি তুলনামূলক কোন মাসে কেমন খরচ তাও এক নজরেই বুঝতে পারেন তিনি।

এদিকে গ্রাহককে ডিজিটাল বিল পেমেন্টে আরও আগ্রহী করতে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। যেকোনো গ্রাহক প্রথমবার বিকাশে ৫০০ টাকা বা বেশি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করলেই পাচ্ছেন ২০ টাকা ক্যাশব্যাক। আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ