ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

আরলা ফুডস বাংলাদেশের তিনটি নতুন পণ্যের উদ্বোধন

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরলা ফুডস বাংলাদেশের তিনটি নতুন পণ্যের উদ্বোধন

বাংলাদেশের শীর্ষস্থানীয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড ২০২৪ সালে তিনটি নতুন পণ্য সফলভাবে বাজারে উন্মোচন করেছে। এ সাফল্য উদযাপন করতে আরলা ফুডস দেশজুড়ে তাদের সকল ডিস্ট্রিবিউশন হাউস, ঢাকার প্রধান কার্যালয় এবং গাজীপুর কারখানায় বিশেষ আয়োজন করে।

 

নতুন উন্মোচিত পণ্যগুলো হলো: ডানো ডিলাইট: ডানো ব্র্যান্ডের নতুন ফুল ক্রিম মিল্ক পাউডার, যা বিশেষভাবে মিষ্টি ও বিভিন্ন রান্নার স্বাদ উন্নত করতে তৈরি। আরলা ইজি: চায়ের জন্য বিশেষভাবে তৈরি একটি ব্র্যান্ড, ১২ গ্রাম দুধের প্যাকেট মাত্র ১০ টাকায় সরবরাহ করে। ডানো রেডি ইউএইচটি: ডানো ব্র্যান্ডের প্রথম তরল দুধ পণ্য, এটা বিশ্বমানের প্রযুক্তি এবং কারখানার মাধ্যমে নিরাপদে ভোক্তাদের কাছে পৌঁছায়।  

আরলা ফুডস বাংলাদেশের মার্কেটিং প্রধান ইয়াশনা চৌধুরী এ বিষয়ে বলেন, ডানো প্রতিনিয়ত আধুনিক জীবনযাত্রা ও ভোক্তাদের প্রয়োজনের সঙ্গে মিল রেখে উদ্ভাবনী পণ্য বাজারে আনছে। আমরা ভবিষ্যতে আরও নতুন পণ্য নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এগুলো দেশের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ