ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইএসইউতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
আইএসইউতে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আইএসইউ উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের চেয়ারপার্সন প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আইএসইউ একাডেমিক কাউন্সিলের বিশেষজ্ঞ সদস্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক(অব:) প্রফেসর মুতাসেম বিল্লাহ, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মনীন্দ্র কুমার রায়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান, আইএসইউ আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো. আসাদ উল্লাহ-আল-হোসেন, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, একই বিভাগের চেয়ারপার্সন ড. মুহম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিআরডিপির পরিচালক মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) সুলতানা মুশফিকা রহমান।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমি কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয় । উপস্থিত সদস্যবৃন্দ আইএসইউ এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।