ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

এক্সিম ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ১২৬তম সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
এক্সিম ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ১২৬তম সভা

ঢাকা: এক্সিম ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ১২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবু নোমান মো. রফিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন, শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, অধ্যাপক ড. এইচ. এম. শহীদুল ইসলাম বারাকাতী, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ খাইরুল্লাহ, মাওলানা মোহাম্মদ আবদুর রাজ্জাক, আলহাজ্ব মো. নুরুল আমিন এবং ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব মোহাম্মদ জুলকার নাইন।

সভায় ব্যাংকের শরীয়াহ পরিপালন সংক্রান্ত বিষয়াবলী বিস্তারিত আলোচনা করে নানাবিধ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।