ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সপ্তমবার সর্বোচ্চ করদাতা নেসলে বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
সপ্তমবার সর্বোচ্চ করদাতা নেসলে বাংলাদেশ কোম্পানির পক্ষে পুরস্কার নিচ্ছেন ফাইন্যান্স ও কন্ট্রোল পরিচালক ইয়াসিথ গেহান আত্তানায়েকে, কর্পোরেট এফেয়ারস পরিচালক দেবব্রত রায় চৌধুরী।

ঢাকা: ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ‘খাদ্য ও সহযোগী’ খাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সর্বোচ্চ করদাতা-২০২৩ নির্বাচিত হয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি।

বুধবার (২৭ ডিসেম্বর) এ কোম্পানি থেকে পাঠানোর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সপ্তমবারের মতো এ সম্মাননা পেয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি। ব্যবসায়িক নীতি ও আর্থিক স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতির সাক্ষ্য থাকায় সর্বোচ্চ করদাতা হতে পেরেছেন তারা।

সর্বোচ্চ করদাতা হওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া পুরস্কার নিয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি।  

কোম্পানির পক্ষে পুরস্কার নেন ফাইন্যান্স ও কন্ট্রোল পরিচালক ইয়াসিথ গেহান আত্তানায়েকে, কর্পোরেট এফেয়ারস পরিচালক দেবব্রত রায় চৌধুরী।

অন্যদিকে এনবিআরের পক্ষে ছিলেন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম, ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।