ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

নতুনভাবে আসছে ‘ক্লোজআপ এ সময়ের কাছে আসার গল্প’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
নতুনভাবে আসছে ‘ক্লোজআপ এ সময়ের কাছে আসার গল্প’

টানা ১১ বছর ধরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসে দারুণ তিনটি গল্প নিয়ে আসছে ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ শিরোনামে।

 

হাজারো দর্শকের পাঠানো গল্প থেকে সেরা তিনটি গল্পে বানানো হয় তিনটি কাছে আসার গল্প। তবে প্রথমবারের মতো দর্শকদের গল্পের পরিবর্তে পরিচালকের গল্পে নির্মিত হচ্ছে ফিল্মগুলো। অভিনয়েও দেখা যাচ্ছে অনেক নতুন মুখ।

এবারের তিনটি ফিল্ম পরিচালনা করছেন অমিতাভ রেজা চৌধুরী, রাকা নোশিন নাওয়ার ও সাকিব ফাহাদ।

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ফিল্মে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী ও এসময়ের জনপ্রিয় মুখ তামিম মৃধা।  

পরিচালক রাকা নোশিন নাওয়ারের ফিল্মে অভিনয় করেছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ।  

তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত অভিনয় করেছেন সাকিব ফাহাদের পরিচালিত ফিল্মে।  

‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’। গত ২৬ জানুয়ারি ‘শূন্য’ তাদের ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইন্টার ন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (‌আইসিসিবি) আয়োজিত কনসার্টে এ গানটি রিলিজ করে।

থিম সং ছাড়াও ফিল্মগুলোর গানের সুর ও সঙ্গীতায়োজনে আছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিওস। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল।

এবারের ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’- এ ফিল্ম ছাড়াও এক্সাইটিং অনেক কিছু থাকছে ক্লোজআপের ফেসবুক ও ইউটিউব পেজে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ