ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপকূল থেকে উপকূল

ভোলায় ভারী বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
ভোলায় ভারী বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

ভোলা: ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সকাল থেকেই ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস বইছে। শনিবার (০৯ নভেম্বর) থেকে রোববার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ১১৪ মিলিমিটার বৃষ্টি হলেও শুধু সকালেই হয়েছে ৫০ মিলিমিটার। এছাড়া বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার। এতে উত্তাল হয়ে উঠেছে নদী ও সাগর মোহনা।

এদিকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ভোলায় ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় সংকেত নামিয়ে দেয় আবহাওয়া অধিদপ্তর।

ভোলা সিপিরি উপ-পরিচালক সাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কমতে শুরু করেছে।

আবহাওয়া অফিসের অবজারবার মাহাবুব রহমান বাংলানিউজকে জানান, বুলবুল অনেক দুর্বল হয়ে গেছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে, সকাল থেকে ভারী বর্ষণ হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কাজে যেতে পারছেনা দিন মজুরেরা। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।