ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভারত থেকে পাচার হয়ে আসা ৫ তক্ষক লাউয়াছড়ায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ভারত থেকে পাচার হয়ে আসা ৫ তক্ষক লাউয়াছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা তক্ষক/ছবি: বাংলানিউজ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচটি সরীসৃপ প্রাণী তক্ষক (Gekko gecko) ঠাঁই পেলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের লাউয়াছড়া নিয়ে অবমুক্ত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার টহল দেওয়ার সময় বিজিবির সুবেদার মো. আবদুল করিম দেখতে পান ভারত থেকে একটি লোক ব্যাগ হাতে আসছিলেন।

বিজিবি সদস্যদের দেখে ভয়ে ব্যাগ রেখে লোকটি পালিয়ে যান। পরে ব্যাগ চেক করে পাঁচটি তক্ষক পান তারা।

তিনি আরও বলেন, দুপুরে সুবেদার মো. আবদুল কমির আমাদের তক্ষকগুলো দিলে বিকেলে সেগুলোকে লাউয়াছড়ায় অবমুক্ত করি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
বিবিবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।